আজকাল ওয়েবডেস্ক: এমএস ধোনির পর রোহিত শর্মাই একমাত্র ভারত অধিনায়ক যিনি একের বেশি আইসিসি ট্রফি জিতেছেন। তবে হিটম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। অনেকেই ভেবেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অবসর নেবেন রোহিত। কিন্তু ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, এখনই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে নেই তাঁর। এক মাসের মধ্যে রোহিত ৩৮ বছরে পা দেবেন। টেস্ট ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে তুমুল চর্চা চলছে। তারই মধ্যে একটি মজার মন্তব্য করলেন যোগরাজ সিং। তাঁকে ভারতীয় দলের কোচ করা হলে কী করবেন জানালেন যুবরাজ সিংয়ের বাবা।
যোগরাজ বলেন, 'আমাকে ভারতীয় দলের কোচ করা হলে, আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আগামী কয়েক বছরে তাঁদের হারানো সম্ভব হবে না। ওদের ক্ষমতা কে তুলে ধরবে? সব সময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুড়ে ফেলার কথা ভাবেন। হয় রোহিতকে বাদ দাও, নয় কোহলিকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের বলতে চাই, আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলব। নয়তো রোজ রোহিতকে ২০ কিলোমিটার দৌড় করাব। আমি ওদের বলব, আমি ওদের ভালবাসি। কেউ যা করে না। এই প্লেয়াররা হিরে। তাঁদের ছুড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করব। যুবরাজের সঙ্গে আমি কখনও বাকিদের পার্থক্য করিনি। এমনকী ধোনিরও না। তবে যেটা ভুল, সেটা ভুল।' একটি পডকাস্টে এমন মন্তব্য করেন যোগরাজ।
যুবরাজের বাবা নিজে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কয়েকদিন অর্জন তেন্ডুলকরকে ট্রেনিং দেন। তারপর রঞ্জিতে শচীন পুত্র শতরান করেন। যোগরাজের দাবি, ছয় মাসে অর্জুনকে বিশ্বের সেরা ব্যাটার করে দিতে পারেন তিনি। ১২ দিন তাঁর সঙ্গে ট্রেনিং করেছিলেন শচীনের ছেলে। তারপর শতরান পান। যোগরাজ মনে করেন, ব্যাটার হিসেবে অর্জুনের সফল হওয়ার ক্ষমতা রয়েছে। বোলিংয়ে জোর দিয়ে তাঁর প্রতিভা নষ্ট করা হচ্ছে। অর্জুনকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দেখতে চান যুবির বাবা। যোগরাজের কাছে ১০-১২ দিনের ট্রেনিংয়ের পর গোয়ার হয়ে অভিষেক হয় অর্জুনের। তারপর রাজস্থানের বিরুদ্ধে শতরান করেন শচীন পুত্র।
