আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের বিতর্কিত চরিত্র যুবরাজ সিং। একটা সময় পিন আপ বয় ছিলেন। নিত্য নতুন স্ক্যান্ডাল তাঁর সঙ্গী ছিল। বান্ধবীদের সংখ্যা নেহাত কম ছিল না। হ্যাজেল কিচের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে ভারতীয় ক্রিকেটের 'ক্যাসানোভা' ছিলেন। এবার নিজের জীবনের একটি রহস্য ফাঁস করলেন যুবরাজ। ফিরে যান ফ্ল্যাশব্যাকে। সালটা ২০০৭। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলছিল। সিডনিতে 'মাঙ্কিগেট' কাণ্ডের জন্য এই সফর শিরোনামে ছিল। সেই বিখ্যাত সফরে থাকাকালীন বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রীকে ডেট করছিলেন যুবরাজ। সংশ্লিষ্ট অভিনেত্রী বর্তমানে বলিউডের প্রথম শ্রেণীর অভিনেত্রীদের মধ্যে পড়ে। একটি সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। যুবরাজের পেছন পেছন ক্যানবেরাতেও যান। সেই সফরে ভাল খেলতে পারেননি যুবি। চাপ অনুভব করেন। ম্যাচে ফোকাস করতে চেয়েছিলেন। প্রেমিকার সঙ্গে কয়েকদিন দেখা না করার সিদ্ধান্ত নেন। ১৭ বছর পর সেই ঘটনা প্রকাশ্যে আনলেন বাঁ হাতি স্টাইলিশ ক্রিকেটার। তবে অভিনেত্রীর নাম গোপন রাখেন তিনি। 

যুবরাজ বলেন, 'আমি একজন অভিনেত্রীকে ডেট করছিলাম। আমি তাঁর নাম প্রকাশ্যে আনতে চাই না। এই মুহূর্তে তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী এবং অভিজ্ঞ। ও অ্যাডিলেডে শুট করছিল। আমি ওকে বলেছিলাম, আমি অস্ট্রেলিয়া সফরে আছি। ক্রিকেটে ফোকাস করতে হবে। তাই কয়েকদিন না দেখা করাই ভাল। কিন্তু ও আমার পেছন পেছন ক্যানবেরাতে আসে। দুটো টেস্টে আমি রান পাইনি। ওকে দেখে আমি অবাক হয়ে যাই। জিজ্ঞেস করি, তুমি এখানে কী করছ? ও জানায়, আমার সঙ্গে সময় কাটাতে চায়।' রাতে আমি ওর সঙ্গে দেখা করি এবং আমরা গল্প করতে শুরু করি। আমি ওকে বলি, আমাদের নিজেদের কেরিয়ারে ফোকাস করা উচিত। কারণ আমি অস্ট্রেলিয়া সফরে এসেছি। পরের দিন আমার অ্যাডিলেড রওনা দেওয়ার কথা ছিল। ও আমার সুটকেস গুছিয়ে দেয়।' প্যাক করার সময় যুবরাজের জুতোও সুটকেসে পুড়ে দেন যুবির তৎকালীন প্রেমিকা। টিম বাসে ওঠার দশ মিনিট আগে সেটা বুঝতে পারেন তারকা ক্রিকেটার। পরার কোনও জুতো ছিল না তাঁর কাছে। অভিনেত্রী নিজের গোলাপি স্লিপ অন পরার পরামর্শ দেন। হাতে আর কোনও বিকল্প না থাকায় সেটাই পরেন যুবি। একটি পডকাস্টে এই মজার অভিজ্ঞতার কথা শোনান তারকা ক্রিকেটার। 

যুবরাজ বলেন, 'সকালে উঠে ওকে জিজ্ঞেস করি, আমার জুতো কোথায়? ও বলে, আমি প্যাক করে দিয়েছি। আমি পাল্টা জিজ্ঞেস করি, বাসে কীভাবে যাব? ও নিজের জুতো পরার পরামর্শ দেয়। ওর গোলাপি স্লিপ অন ছিল। সেটা দেখে আমার মাথায় হাত। কিন্তু আমার হাতে আর তখন কোনও বিকল্প ছিল না। তাই স্লিপ অন পরতে বাধ্য হই। সেটা লোকানোর জন্য জুতোর সামনে ব্যাগ নিয়ে হাঁটছিলাম। দলের ক্রিকেটাররা সেটা দেখে ফেলে, এবং আমার জন্য হাততালি দিতে শুরু করে। বিমানবন্দরে ফ্লিপ ফ্লপস কেনার আগে পর্যন্ত আমি গোলাপি ফ্লিপ অনেই ছিলাম।' অবসর নেওয়ার দীর্ঘ বছর পর এই মজার ঘটনা প্রকাশ্যে আনলেন যুবি। তবে সেই অভিনেত্রীর নাম গোপন রাখেন।