আজকাল ওয়েবডেস্ক: ফুটবলারের রহস্যমৃত্যু। বুধবার গভীর রাতে ঘর থেকে উদ্ধার হয় ফুটবলার দেবাশিস প্রধানের দেহ।
২০১৭–১৮ মরশুমে মহমেডানে খেলেছিলেন দেবাশিস। খেলতেন সাইড ব্যাক পজিশনে। মহমেডান ছাড়াও বেশ কিছু ক্লাবে তিনি খেলেছেন। থাকবেন শিবপুরে। পি কে চৌধুরী রোডের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, খেলার পাশাপাশি তিনি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। শিবপুর পুলিশ লাইনের টেলিকম ডিপার্টমেন্টে ছিল তাঁর পোস্টিং। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। শোকে বিহ্বল মহমেডান স্পোর্টিং ক্লাবও। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তাও জানিয়েছে সাদা কালো শিবির।
ফুটবলারের রহস্যমৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।
