আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর থেকেই রেপো রেটে বড় ধরণের পরিবর্তন করেছে আরবিআই। তারপর থেকেই বিভিন্ন ব্যাঙ্কগুলি তাদের সুদের হারে বিরাট পরিবর্তন করেছে। তবে বিনিয়োগ করার আগে অনেকেই মনে করেন নিজের টাকা কোথায় গিয়ে বিনিয়োগ করবেন। 


আপনার কাছে প্রধানভাবে দেখতে হলে দুটি অপশন রয়েছে। সেই তালিকায় রয়েছে ফিক্সড ডিপোডিট এবং পিপিএফ। এই দুটি এমন একটি জায়গা যেখান থেকে ভাল লাভের টাকা ঘরে আসতে পারে। তবে এবার প্রশ্ন হল কোথায় আপনি নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন। 


যদি আপনি পিপিএফে বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি ৭.১ শতাংশ হারে সুদ পাবেন। এটি চালু হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। এখানে আপনি ৫০০ টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এখানে আপনি একবারে বিনিয়োগ করতে পারেন। যদি সেটা না হয়ে থাকে তাহলে প্রতি মাসেও টাকা রাখতে পারেন। 


অন্যদিকে ফিক্সড ডিপোজিটে আপনাকে ব্যাঙ্কের ওপর ভরসা করতে হবে। সেখানে বিভিন্ন ব্যাঙ্ক নানা ধরণের সুদ অফার করে। সেইমতো আপনাকে টাকা রাখতে হবে। 


এইচডিএফসি ব্যাঙ্ক সুদের হার দেবে ৬.৬ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্ক সুদের হার দেবে ৬.৬০ শতাংশ। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেবে ৬.৬০ শতাংশ। আইডিএফসি ব্যাঙ্ক দেবে ৬.৭৫ শতাংশ। ইউনিয়ন ব্যাঙ্ক দেবে ৬.৮৫ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ৬.৪৫ শতাংশ।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।