আজকাল ওয়েবডেস্ক: একটি ছোটো বিনিয়োগ হয়ে উঠতে পারে বিরাট অঙ্ক। প্রতি মাসে যদি ৪ হাজার টাকা করে বিনিয়োগ করলেই হয়ে উঠতে পারেন ৩ কোটির মালিক। তবে এজন্য দরকার সঠিক সময়ে বিনিয়োগ এবং সঠিক পথে বিনিয়োগ। নিজের অবসরকে যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন তাহলে দেখা যাবে খুব কম সময়ের মধ্যে আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি।
অল্প বয়স থেকে যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে মাসে মাত্র ৪ হাজার টাকা বিনিয়োগ করেই আপনি হয়ে যাবেন কোটিপতি। তবে কীভাবে করবেন এই কাজটি। একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাকে দীর্ঘসময় ধরে বিনিয়োগ করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এই পরিমান টাকা পেতে হলে আপনাকে ১০, ২০, ৩০ এবং ৩৭ বছর ধরে বিনিয়োগ করে যেতে হবে। সেখানে বছরে আপনি সুদ পাবেন ১২ শতাংশ করে।
যদি ১০ বছর ধরে মাসে ৪ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ কোটি টাকা পেতে আপনার সুদ লাগবে ১২ শতাংশ করে। সেখানে আপনার বিনিয়োগ করা অর্থ হবে ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
যদি ২০ বছর ধরে মাসে ৪ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ কোটি টাকা পেতে আপনার সুদ লাগবে ১২ শতাংশ করে। সেখানে আপনার বিনিয়োগ করা অর্থ হবে ৯ লক্ষ ৬০ হাজার টাকা।
যদি ৩০ বছর ধরে মাসে ৪ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ কোটি টাকা পেতে আপনার সুদ লাগবে ১২ শতাংশ করে। সেখানে আপনার বিনিয়োগ করা অর্থ হবে ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।
যদি ৩৭ বছর ধরে মাসে ৪ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ৩ কোটি টাকা পেতে আপনার সুদ লাগবে ১২ শতাংশ করে। সেখানে আপনার বিনিয়োগ করা অর্থ হবে ১৭ লক্ষ ৭৬ হাজার টাকা।
