আজকাল ওয়েবডেস্ক: খানিকটা হলেও স্বস্তি দিল শেয়ার বাজার। বৃহস্পতিবার দিনের শেষে খানিকটা হলেও স্বস্তি ফিরে এল বিনিয়োগকারীদের মধ্যে। তারা সেখান থেকে খানিকটা মনে আশা নিয়েই বাড়ি গেল। সকল বিনিয়োগকারীদের খানিকটা হলেও স্বস্তি দিল শেয়ার বাজার।
বৃহস্পতিবার সেনসেক্স ৪৪৩.৭৯ পয়েন্ট ওপরের দিক থেকেই শেষ করে। ফলে সেখানে মোট পয়েন্ট হয়ে যায় ৮১ হাজার ৪৪২.০৪। অন্যদিকে নিফটি ফিফটি ১৩০.৭০ পয়েন্ট পেল। ফলে সেখান এটি শেষ করল ২৪ হাজার ৭৫০.৯০ পয়েন্টে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আরবিআই-এর মনিটারি পলিসিতে এখন সকলের নজর রয়েছে। ফলে সেখান থেকে বাজার এখন একটু হলেও স্থিতিশীল হয়েছে। এবার যদি মনিটারি পলিসিতে বড় কোনও ধামাকা না থাকে তাহলে সেখান থেকে বাজার আরও খানিকটা স্বস্তি দেবে।
এদিন বাজারে ভাল পারফরম্যান্স করে আইসিআইসি ব্যাঙ্ক। তারা ১.৬৫ পয়েন্ট লাভ করে। অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ১.৩৭ শতাংশ বেশি পয়েন্ট লাভ করে। আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন এদিন সেরা পাঁচের মধ্যে প্রবেশ করেছে যা মার্কেটকে অনেকটা স্থিতিশীল করবে। তারা পেয়েছে ১.৩৫ শতাংশ।
তবে কয়েকটি জায়গাতে খানিকটা হলেও ধস নেমেছে। সেখানে ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক ১.৪১ শতাংশ নিচের দিকে নেমেছে। অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্কও নিচের দিকে নেমেছে ১.০৬ শতাংশ। বাজাজ ফিনসার্ভ হারিয়েছে ০.৬৩ শতাংশ। বাজাল ফাইনান্স হারিয়েছে ০.৫৭ শতাংশ। মারুতি সুজুকি সবথেকে নিচের দিকে নেমে হয়েছে ০.৩৪ শতাংশ।
বিগত কয়েক মাস ধরেই বাজার খানিকটা দোলাচলে রয়েছে। সেখানে নানা ধরণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তি উত্তেজনা ভারতের শেয়ার বাজারেও ছাপ ফেলেছে। তবে পাকিস্তানের মতো বিপর্যয় ঘটেনি এখানে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির জেরেও খানিকটা হলেও ধাক্কা খেয়েছে বাজার। তবে সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে সকলেই। আর এবার ফের একবার স্থিতিশীল বাজারের জন্য আশায় বুক বেঁধে দিন গুনছেন বিনিয়োগকারীরা।
