আজকাল ওয়েবডেস্ক: সিনিয়র সিটিজেনদের কাছে ফিক্সড ডিপোজিট রেট একটি বিরাট বিষয়। এখান থেকে তারা নিজেদের অবসরকে নিশ্চিত করে থাকেন। যদি এখানে ভাল সুদের হার থাকে তাহলে সেখান থেকে তারা ভাল সুদ পেয়ে থাকেন। জুন মাসে যেসব সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন তাদের কাছে এই ছটি ব্যাঙ্কের খতিয়ান রইল।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ থেকে ১০ বছরের মধ্যে সিনিয়র সিটিজেনদের সুদ দেবে ৭- ৭.৪০ শতাংশ। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ১ বছর থেকে ৫৫৫ দিনের জন্য সুদ দেবে ৭.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ।


ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ১ থেকে ৫ বছরের জন্য সিনিয়র সিটিজেনদের সুদ দেবে ৭.৩০ শতাংশ থেকে শুর করে ৭.৯৫ শতাংশ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বছর থেকে ৫ বছরের জন্য সুদ দেবে ৭.১০ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ।


ইন্ডিয়ান ব্যাঙ্ক ১ বছর থেকে ৪০০ বা ৫৫৫ দিনের জন্য সিনিয়র সিটিজেনদের সুদ দেবে ৭.২৫ থেকে শুরু করে ৭.৬৫ শতাংশ। ব্যাঙ্ক অফ বারোদা ১ বছর থেকে শুরু করে ৫ বছরের মধ্যে সুদ দেবে ৭.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.৮০ শতাংশ।


প্রতিটি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের অনেক সময় ভাল হারে সুদ দিয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে যদি হিসেব করে বিনিয়োগ করা যায় তাহলে সেখান থেকে ভাল সুদের হার পেতে পারেন। 


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।