আজকাল ওযেবডেস্ক: মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে শক্তিশালী সেলঅফ। ফলে সেনসেক্স এবং নিফটি ৫০ সূচক প্রতিটি এক শতাংশেরও বেশি পতন হয়। মিড এবং স্মলক্যাপ সেগমেন্টগুলো গভীর ক্ষতির সম্মুখীন হয়েছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকগুলো ৪% পর্যন্ত পড়ে গিয়েছে। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধন প্রায় ৪৪৪.৭ লক্ষ কোটি থেকে ৪৫৩.৭ লক্ষ কোটিতে নেমে এসেছে।
যা এক দিনের মধ্যে বিনিয়োগকারীদের প্রায় ৯ লক্ষ কোটি টাকা ক্ষতি করেছে। হঠাৎ করে এই বাজারের পতনের কারণ কী? বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের অনিশ্চয়তা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (এফপিআই) পক্ষ থেকে চলমান সেলঅফের ফলে বাজারের মনোভাব নেতিবাচক হয়েছে। পাশাপাশি, ভারতীয় শেয়ার বাজারের উচ্চমূল্যায়নও বাজারের নিম্নমুখী চলাচলে অবদান রাখছে। এর মধ্যে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা। মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে, যা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন রাখছে।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিজবুল্লাহ মঙ্গলবার সকালে তেল আবিবের কাছে এবং হাইফার পশ্চিমে দুটি ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইজরায়েলে পৌঁছানোর এক ঘণ্টা আগে এই হামলা চালানো হয়েছে হিজবুল্লার তরফে। এর আগে যুদ্ধ থামাতে সিজফায়ারের চেষ্টা চালিয়েছিলেন ব্লিঙ্কেন। এদিন আবারও একই প্রচেষ্টা চালিয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বড়সড় প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
