আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট সকলের কাছে ভরসার অন্যতম প্রধান জায়গা। যারা ব্যাঙ্কে টাকা জমা রাখেন তারা বেশিরভাগই ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। অনেক সময় ফিক্সড ডিপোজিটে নিজেদের সুদের হার বাড়ায় বিভিন্ন ব্যাঙ্ক। তবে এবার অন্য চমক। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দিল এই ব্যাঙ্কটি। ব্যাঙ্ক অফ বারোদা কমিয়ে দিল সুদের হার। ৩ কোটি টাকা থেকে শুরু করে ১০ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে গেল। যেখানে এখানে সুদের হার দেওয়া হত ৭.৪৫ শতাংশ। সেখান থেকে কমিয়ে করল ৫ শতাংশ। একবার দেখে নিন সুদের হারগুলি। 

 


৯১ দিন থেকে শুরু করে ১৮০ দিনে সুদের হার হল ৫.৭৫ শতাংশ। 
৮১ দিন থেকে শুরু করে ২১০ দিনে সুদের হার হল ৬.৫ শতাংশ।
২১১ দিন থেকে শুরু করে ২৭০ দিনে সুদের হার হল ৬.৭৫ শতাংশ।

 


২৭১ দিন থেকে শুরু করে ১ বছরের কমে সুদের হার হল ৬.৭৫ শতাংশ।
১ বছরের সময়ে সুদের হার হল ৭.৪৫ শতাংশ।
১ বছর থেকে শুরু করে ৪০০ দিনের মধ্যে সুদের হার হল ৬.৮৫ শতাংশ।

 


২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত সুদের হার হল ৬.৫০ শতাংশ।
৩ বছরের বেশি থেকে শুরু করে ৫ বছর পর্যন্ত সুদের হার হল ৬ শতাংশ।
৫ বছরের বেশি সময় থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত সুদের হার হল ৫ শতাংশ।