আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট মানেই হল একটি ভরসার জায়গা। সেদিক থেকে দেখতে হলে সিনিয়র সিটিজেনদের কাছে এটি একটি খনির সমান। যদি এখানে সঠিক মাপের সুদ থাকে তাহলে সেখান থেকে তারা নিজেদের অবসরকে নিশ্চিত করে তুলতে পারেন।


সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ। যদি এখানে ১০ লাখ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখানে জেনারেল সিটিজেন পাবেন ১২ লাখ ২২ হাজার ৩৯৩ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ১২ লাখ ৪০ হাজার ৫৪৭ টাকা।


ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য সুদ দেবে ৭.১০ শতাংশ। এটি ৩ বছরের জন্য মিলবে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ হারে সুদ। যদি কেউ এখানে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর জেনারেল সিটিজেনরা পাবেন ১২ লাখ ১৬ হাজার ৯৯৪ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ১২ লাখ ৩৫ হাজার ৭৫ টাকা।


ব্যাঙ্ক অফ বারোদা ৩ বছরের জন্য সিনিয়র সিটিজেনদের দেবে ৭ শতাংশ হারে সুদ। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। যদি কেউ এখানে ১০ লাখ টাকা ৩ বছরের জন্য রাখেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ১২ লাখ ১৩ হাজার ৪০৮ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ১২ লাখ ৩১ হাজার ৪৩৯ টাকা।


ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরের জন্য সিনিয়র সিটিজেনদের সুদ দেবে ৭ শতাংশ করে। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ হারে সুদ। যদি এখানে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ১২ লাখ ৪ হাজার ৪৩৮ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ১২ লাখ ৩১ হাজার ৪৩৯ টাকা।


কানাড়া ব্যাঙ্কে ৩ বছরে সময়ে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ। যদি এখানে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছর পর জেনারেল সিটিজেনরা পাবেন ১২ লাখ ১৩ হাজার ৪০৮ টাকা। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ১২ লাখ ৩১ হাজার ৪৩৯ টাকা।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।