আজকাল ওয়েবডেস্ক:  বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে ওড়িশাতে চলছে সুভদ্রা যোজনা প্রকল্প। বাংলার মেয়েরা যেমন মাসে ১ হাজার টাকা এবং ১২০০ টাকা করে পান। তেমনি ওড়িশাতে রয়েছে সুভদ্রা যোজনা। সমাজে নারীদের পাশে থাকতে বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার।

 

 এর মধ্যে একটি হল সুভদ্রা যোজনা। ওড়িশা সরকার এই প্রকল্পটি চালু করেছে। নারীশক্তির বিকাশে এই প্রকল্পটি করা হয়েছে। এর মাধ্যমে রাজ্য বছরে ১০ হাজার টাকা দেয় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওড়িশাতে বর্তমানে এক কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা লাভ করছেন।

 

 বছরে দুবার করে ৫ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায় টাকা। ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে এই প্রকল্পটি চালু রয়েছে। তবে যারা সরকারি চাকরি করেন সেই সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না। এমনকি তাঁর পরিবারে কেউ যদি আয়কর দেন তবে তিনিও এই প্রকল্পের আওতায় পড়বেন না।