নিজস্ব সংবাদদাতা: একের পর এক টলিউড অভিনেতারা পাড়ি দিচ্ছেন বলিউডে। এবার এই দলে নাম লেখালেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
স্নেহাশিস চক্রবর্তীর বাংলা সিরিয়াল 'গীতা এলএলবি'র হিন্দিতে রিমেকে দেখা যেতে চলেছে তাঁকে।
হিন্দি এই ধারাবাহিকের নাম 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'। মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীতমা মিত্রকে। এই চরিত্রের মাধ্যমে শ্রীতমারও হিন্দি ধারাবাহিকে হাতেখড়ি হতে চলেছে। তাঁর বিপরীতে রয়েছেন অঙ্কিত রায়জাদা। গল্পে ভাস্বরকে দেখা যাবে 'গৌরব সিং রাজপুত'-এর চরিত্রে।
আরও পড়ুন: পর্ণাকে টেক্কা দিতে 'নিম ফুলের মধু'তে পূর্বাশা রায়, আসছে কোন নতুন মোড়?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'র প্রথম প্রোমো। 'গীতা এলএলবি'র অনুকরণে তৈরি এই ধারাবাহিকেও নায়িকার চরিত্রের দাপট ফুটে উঠেছে। প্রথম ঝলকেই দর্শক পছন্দ করেছেন 'অঞ্জলি' রূপে শ্রীতমাকে। স্টার জলসার 'গীতা এলএলবি'র টিআরপি লিস্টে দারুণ সাফল্য আর দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই হিন্দি মাধ্যমে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হবে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'।
স্নেহাশিস চক্রবর্তীর বাংলা সিরিয়াল 'গীতা এলএলবি'র হিন্দিতে রিমেকে দেখা যেতে চলেছে তাঁকে।
হিন্দি এই ধারাবাহিকের নাম 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'। মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীতমা মিত্রকে। এই চরিত্রের মাধ্যমে শ্রীতমারও হিন্দি ধারাবাহিকে হাতেখড়ি হতে চলেছে। তাঁর বিপরীতে রয়েছেন অঙ্কিত রায়জাদা। গল্পে ভাস্বরকে দেখা যাবে 'গৌরব সিং রাজপুত'-এর চরিত্রে।
আরও পড়ুন: পর্ণাকে টেক্কা দিতে 'নিম ফুলের মধু'তে পূর্বাশা রায়, আসছে কোন নতুন মোড়?
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'র প্রথম প্রোমো। 'গীতা এলএলবি'র অনুকরণে তৈরি এই ধারাবাহিকেও নায়িকার চরিত্রের দাপট ফুটে উঠেছে। প্রথম ঝলকেই দর্শক পছন্দ করেছেন 'অঞ্জলি' রূপে শ্রীতমাকে। স্টার জলসার 'গীতা এলএলবি'র টিআরপি লিস্টে দারুণ সাফল্য আর দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই হিন্দি মাধ্যমে শুরু হতে চলেছে এই ধারাবাহিক। ব্লুজ প্রোডাকশন হাউজের ব্যানারে স্টার প্লাসে সম্প্রচারিত হবে 'অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি'।
