ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাহুল মজুমদার। এরপর বড়পর্দাতেও কাজ করেছেন তিনি।‌ তাই এই মুহূর্তে টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন রাহুল। তবে পুজোর আগে এক দারুণ চমক নিয়ে হাজির হলেন অভিনেতা। এবার মহালয়ায় এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। 

 

 

প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। এবছর সান বাংলার তরফে থাকছে বিশেষ নিবেদন— ‘অকাল বোধন’, যেখানে পায়েল দে বহু বছর পর আবার ফিরছেন 'মহিষাসুরমর্দিনী' রূপে। কিন্তু 'মহাদেব'-এর চরিত্রে থাকছেন কোন অভিনেতা? জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। তাঁকে এই মুহূর্তে দর্শক দেখছেন সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম ২'-এ। 

 

আর রাহুলকে দেখা যেতে চলেছে রামের ভূমিকায়। রামের চরিত্রে যেমন এই প্রথমবার দেখা যেতে চলেছে রাহুলকে ঠিক তেমনই মহালয়াতেও প্রথমবার কাজ করছেন অভিনেতা। এই অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রাহুল মজুমদার বলেন, "আমার কাছে মহালয়া মানে বন্ধুদের সঙ্গে একটু লং ড্রাইভে যাওয়া। এর আগেও মহালয়ায় কাজের প্রস্তাব এসেছিল। তবে মনে হতো,আমি এই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব না। তবে এবার যখন সান বাংলার মহালয়ার প্রস্তাব এল তখন আর না করতে পারিনি। কারণ, খুব পরিচিত টিমের সঙ্গে কাজটা করেছি।"

 

রাহুল আরও বলেন, "রামের চরিত্রেও প্রথম অভিনয়। সাহস করে করেই ফেললাম। তবে বেশি কায়দা করতে গিয়ে বিপাকে পড়েছিলাম। তির ছোঁড়ার একটি দৃশ্যে পা মচকে গিয়েছিল। বেকায়দায় পড়ে গিয়েছিলাম। গোড়ালিতে চোট পেয়েছি। প্রথম কয়েকদিন খুব ব্যথা ছিল। তবে এখন ঠিকাছি।"

 

 

এদিকে, দুর্গাপুজোর ঢাক বেজে উঠেছে। চন্দন-ধূপ-আলোর আবেশে বাঙালির হৃদয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আর এই শুভ সূচনার দিনে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান— মহালয়া। 

 

 

মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। স্টার জলসায় এবার দেবী রূপে থাকছেন কোয়েল মল্লিক। জি বাংলায় দেখা যাবে ইধিকা পালকে। আর সান বাংলায় থাকছেন পায়েল দে।

 


প্রসঙ্গত, সৌম্যজিৎ আদকের আগামী ছবিতে দেখা যেতে চলেছে রাহুলকে। চার বন্ধু, গভীর বন্ধুত্ব আর শহরের বুকে মিষ্টি প্রেম। এই সবকিছু নিয়েই আসছে পরিচালক সৌম্যজিৎ আদকের আগামী ছবি 'টেক কেয়ার ভালবাসা'। ছবির চার মুখ্য চরিত্রে রাহুল মজুমদার ছাড়াও দেখা যাবে শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানা বসু ঠাকুর।‌ থাকছেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। চারজনের জীবনে বন্ধুত্ব-প্রেমের সমীকরণ ঠিক কেমন হবে? কার হিসাব মিলবে? কে-ই বা জীবনের অঙ্কে হিমশিম খাবে? এই নিয়েই এগোবে ছবির গল্প।