নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। পরিচালনায় কিরণ ধর। বাংলা টকিজের ব্যানারে আসছে এই ধারাবাহিক। 

 

 

গল্পে নায়িকা 'আলো' ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয় পত্রিকা'র সম্পাদক 'উদয়ন সিংহ রায়'-এর পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকের প্রধান কর্মকর্তা 'রুদ্র সিংহ রায়'-এর স্ত্রী । সংসারের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর তাঁর। প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারওরই তার প্রতি কোনও নজর নেই। ১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। এই সংসারে সে বড্ড বেমানান। আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না।

 

তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার চেষ্টা করে সে। কিন্তু প্রতিনিয়ত তাকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহ রায় বাড়ির পূত্রবধূই যে তার একমাত্র পরিচয় নয় সেটা সে বুঝতে পারে। আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কী পূরণ হবে? এই গল্পই বলতে আসছে নতুন ধারাবাহিক। 

 

 

ধারাবাহিকে আলো ও রুদ্রর সম্পর্কের উল্টো পিঠে রয়েছে আরও এক জুটি। রুদ্রর বোন ও তার প্রেমিক। আজকের প্রজন্মের দুটি ছেলেমেয়ের ভালবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের পাশে থাকা ফুটে উঠবে তাঁদের সম্পর্কে। এমনকী প্রেমিকার জন্য নিজের হাতে রান্না পর্যন্ত করে সেই প্রেমিক। এই চরিত্রে দর্শকের মন কাড়তে আসছেন অভিনেতা রৌনক দে ভৌমিক। 

 

 

ছোটপর্দা থেকে ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ রৌনককে দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছেন নেতিবাচক চরিত্রে। কিন্তু এইবার সম্পূর্ণ ইতিবাচক ও প্রেরণাদায়ক চরিত্রে পর্দায় দেখা যাবে তাঁকে।