সংবাদ সংস্থা মুম্বই: ‘বাগী ৪’ ছবিতে যোগ দিলেন সঞ্জয় দত্ত! এবং প্রধান খলনায়ক চরিত্রে। সোমবার ছবির নির্মাতাদের তরফে ছবির একটি নয়া পোস্টার পোস্ট করা হয়েছে। আরও ভাল করে বললে, ছবিতে সঞ্জয়ের লুকের পোস্টার। সেখানেই ধরা পড়েছে ‘বাগী ৪’-এ ভিলেন অবতারে সঞ্জয় দত্তের লুক। কাঁধ ছাপানো অবিন্যস্ত চুল, চাপদাড়ি। পরনের সাদা শার্ট ভিজে রক্তে, চোখে মুখে হিংস্রতার সঙ্গে মিশে রয়েছে জিঘাংসা। পোস্টারে দেখা যাচ্ছে একটি সিংহাসনের উপর বসে রয়েছেন ‘খলনায়ক’। কোলের উপর শোয়ানো এক নারীর রক্তমাখা, নিথর-নিস্পন্দ দেহ। পোস্টারে লেখা, ‘প্রতিটা প্রেমিকই একজন খলনায়ক’। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।  

 

 

সঞ্জয়ের এই লুকের পোস্টার সমাজমাধ্যমে শেয়ার করেছেন টাইগার শ্রফ-ও। বর্ষীয়ান অভিনেতার এই নয়া অবতারের ছবি দেখে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। চারপাশ থেকে উড়ে আসছে প্রশংসা।  নজর কেড়েছে এক নেটিজেনের মন্তব্য – “শেষমেশ তবে খলনায়ক ফিরলেন!”

 

 

?ref_src=twsrc%5Etfw">December 9, 2024

 

 

‘বাগী ৪’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর আসছে ‘বাগী’ সিরিজের এই নয়া ছবি। পরিচালক এ হর্ষা ইতিমধ্যেই টাইগার শ্রফকে নিয়ে শুটিং শুরু করে দিয়েছেন। তবে এই ছবির প্রথম ঝলক সামনে আসতেই সমালোচকরা টাইগারের লুকের সঙ্গে ‘অ্যানিম্যাল’-এর রণবীর কাপুরের খল চরিত্রের সঙ্গে মিল খুঁজে নানা মন্তব্য করেছিলেন।