নিজস্ব সংবাদদাতা: থিয়েটারের মঞ্চ থেকে অভিনয়ে যাত্রা শুরু সপ্তর্ষি মৌলিকের। এরপর একে একে টেলিভিশন ও বড়পর্দায় দর্শকের মন জয় করেছেন তিনি। দর্শক আজও তাঁকে 'শ্রীময়ী'র 'ডিঙ্কা' নামে একডাকে চেনেন। সপ্তর্ষির অভিনীত প্রতিটি চরিত্রই নজর কেড়েছে দর্শকের।
তাঁকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক 'অষ্টমী'তে। এরপর ফের ছোটপর্দায় দেখা যেতে চলেছে সপ্তর্ষিকে, খবর এমনটাই। সূত্রের খবর, স্টার জলসার ধারাবাহিক 'গৃহ প্রবেশ'-এ দেখা যেতে চলেছে তাঁকে। গল্প এগিয়েছে এক বছর। নায়ক আদৃত মারা যাওয়ার খবর ছড়িয়েছে নিউইয়র্কে। তবে সে মারা যায়নি। দূর্ঘটনায় স্মৃতি হারিয়ে এখন কলকাতায় রয়েছে সে।
অন্যদিকে, ব্যবসায়ী আকাশ সেনের সঙ্গে চুক্তি হয়েছিল আদৃতের। যা সে মারা যেতে আর কাজ এগোয়নি। গল্পের মোড়ে আকাশ সেন আসে নিউইয়র্কে। 'আকাশ'-এর চরিত্রেই থাকছেন সপ্তর্ষি। জানা যাচ্ছে, তাঁর চরিত্রটি ইতিবাচক। আদৃতের অনুপস্থিতিতে কি এবার আকাশের সঙ্গে ঘনিষ্ঠতা হবে শুভলক্ষ্মীর? নাকি আকাশই আদৃতকে ফিরিয়ে দেবে শুভর কাছে? গল্পের নায়ক মারা যেতেই গুঞ্জন ছড়িয়েছিল এবার নাকি নায়ক বদল হতে চলেছে। তবে তা যে একেবারেই হচ্ছে না, তা স্পষ্ট।
