বলিউডে বরাবরই নিজেকে ‘আউটসাইডার’ বলে দাবি করেছেন কঙ্গনা রানাউত। বহু বছর ধরে লড়াই করে জায়গা করে নেওয়ার অভিজ্ঞতা একাধিকবার ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ফের শানালেন তোপ— দাবি করলেন, ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়কই ‘বদতেমিজ’, তবে কখনওই তা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।

 

সাক্ষাৎকারে সঞ্চালক যখন জানতে চান, কখনও কোনও নায়কের অনাকাঙ্ক্ষিত ‘ব্যবহার’-এর মুখোমুখি হয়েছেন কি না, কঙ্গনার স্পষ্ট জবাব—“আমি খুব বেশি বলি-নায়কদের সঙ্গে কাজ করিনি! কারণ বলিউডের বেশিরভাগ নায়কগুলোই চূড়ান্ত অসভ্য।”

 

এরপরই কঙ্গনার বিস্ফোরণ—“ওদের ‘অসভ্যতামো’টা কিন্তু শুধু যৌন যৌন হেনস্থা নয়।। শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, অপমানিত করা, ছবি থেকে গুরুত্বহীন করে দেওয়া, বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান না দেওয়া অভিনেত্রীদের… আমি তো এই ব্যাপারগুলোর মুখোমুখি হয়েছি। এই জ্বালা সহ্য করেছি। আমার বিরুদ্ধে কতগুলো মামলাও করল শুধু এই কারণে যে  আমি এসব মেনে নিইনি। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ মেয়েই চুপ থাকে। তাই ওদের আমার ব্যাপারে মনে হয়েছিল— ‘এত অহংকার কিসের!’"

 

কঙ্গনার ফিল্মি কেরিয়ারকে এককথায় বলা যায়, গ্যাংস্টার থেকে কুইন। ২০০৬-এ অনুরাগ বসু পরিচালিত ও মহেশ ভাট প্রযোজিত গ্যাংস্টার দিয়ে বলিউডে পা রাখেন কঙ্গনা। এরপর ওহ লমহে (২০০৬), লাইফ ইন এ মেট্রো (২০০৭)-এর মতো ছবিতে নজর কাড়েন। ২০০৮-এ মধুর ভান্ডারকর-এর ফ্যাশন-এ অভিনয়ের জন্য পান প্রথম জাতীয় পুরস্কার। পরে কুইন (২০১৪) ও তনু ওয়েডস মনু রিটার্নস (২০১৫)-তে অভিনয় তাঁকে বলিউডের প্রথম সারিতে তুলে আনে। মোট চারটি জাতীয় পুরস্কার জিতেছেন তিনি।

 

সর্বশেষ তাঁকে দেখা গিয়েছে ইমার্জেন্সি ছবিতে— যেখানে তিনি শুধু নায়িকা নন, পরিচালক, সহপ্রযোজক ও চিত্রনাট্যকারও।

 

 

প্রসঙ্গত, জয়া বচ্চনকে সম্প্রতি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা। কেন? তাহলে খুলেই বলা জাকমবিষয়টা। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে. এক ব্যক্তি অনুমতি ছাড়া জয়ার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে যান। আর তাতেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী। অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সেই ব্যক্তিকে ধাক্কা দেন তিনি। ঘটনাটি ঘটে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি হঠাৎই মোবাইল তুলে জয়ার পাশে দাঁড়ান।

 

জয়া সঙ্গে সঙ্গে বিরক্তির সুরে বলেন, "আপনি কী করছেন?" এরপর তিনি হাত দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর তাতেই ক্ষেপে আগুন বলিউডের ‘কুইন’ ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে একেবারে নাম তুলে চাঁচাছোলা ভাষায় জয়ার কড়া সমালোচনা করলেন তিনি।


কঙ্গনার তোপ —“সবচেয়ে ফালতু আর বিশেষ সুবিধাভোগী মহিলা। শুধু উনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলেই, লোকজন তাঁর নানান খেয়ালখুশির মতো আচরণ আর বাজে ব্যবহার সহ্য করে। ওঁর মাথায় পরা সমাজবাদী টুপি দেখতে একদম মোরগের ঝুঁটির মতো! আর তিনি যেন একেবারে ক্ষ্যাপা মোরগ! এ এক বিরাট লজ্জা আর কলঙ্ক।”

মঙ্গলবার, দিল্লির সংবিধান ক্লাবে প্রবেশ করছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। ঠিক সেই সময় এক ব্যক্তি এগিয়ে এসে সেলফি তুলতে চান। ভিডিওতে দেখা যায়, ক্ষণিকের মধ্যেই জয়ার মুখের ভাব বদলে যায়, তিনি সেই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দেন এবং কড়া স্বরে বলেন — “কী করছেন আপনি? এটা কী?” পাশেই দাঁড়িয়েছিলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-র সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী।