নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খবর আসতেই থাকে। নদীর একপাড় ভাঙা তো একপাড় গড়ার মতোই গুঞ্জন ছড়িয়েছে চারিদিকে। এবার প্রেমে পড়েছেন ছোটপর্দার দুই নায়ক-নায়িকা।
সূত্রের খবর, সৌমিলি চক্রবর্তী ও সায়ন মুখোপাধ্যায় মন দিয়েছেন একে অপরকে। যদিও নিজেদের প্রেমকে আড়ালেই রেখেছেন তাঁরা। এখনও পর্যন্ত মুখ খোলেননি এই বিষয়ে। তবে অভিনেত্রী অঞ্জনা বসুর বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় একসঙ্গে দেখা গিয়েছিল সায়ন-সৌমিলিকে। শুধু দেখাই যায়নি, সমাজ মাধ্যমে একসঙ্গে একটি ছবিও ভাগ করেছিলেন সৌমিলি। সঙ্গে জুড়েছিলেন মিষ্টি ক্যাপশনও।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সমাজ মাধ্যম থেকে নিজেই মুছে ফেলেন সৌমিলি। যদিও এর কারণ নিয়েও এখনও পর্যন্ত মুখ খোলেননি তাঁরা। তবে টলিপাড়ার অন্দরের খবর, সত্যিই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, এই মুহূর্তে সৌমিলিকে দর্শক দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় দীপার বোন 'ঊর্মি'র চরিত্রে। প্রথমে নেতিবাচক হলেও এখন ইতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। অন্যদিকে সায়নকে দর্শক শেষ দেখেছেন সান বাংলার ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এ। দু'জনের প্রেম এবার নিজেরা কবে প্রকাশ্যে আনেন এখন সেটাই দেখার।
