নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় সম্প্রচারিত হচ্ছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। অঞ্জন বাবুর পরিবারের গল্প অল্পদিনেই বেশ মনে ধরেছে দর্শকের। একের পর নতুন মোড়ে দর্শকমনে জায়গা করে নিয়েছে দীপ্তেশ আর নীলা। 


ধারাবাহিকের গল্পের মোড়ে একের পর এক চমক আসলেও রাতারাতি হয়ে গিয়েছিল নায়িকা বদলও। 'নীলা'র চরিত্রে দর্শক এতদিন দেখেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। কিন্তু 'নীলা'র চরিত্রে এবার দেখা যাচ্ছে অভিনেত্রী সম্পূর্ণা মন্ডলকে। হটাৎ ধারাবাহিক থেকে সরে আসার প্রসঙ্গে আজকাল ডট ইনকে শ্রীমা জানিয়েছিলেন, শুটিংয়ের একটি দৃশ্যের সময় গুরুতর আহত হন তিনি। ডান পায়ের তিনটে লিগামেন্ট ছিঁড়ে যায়। এমনকী হাঁটুতেও লাগে বড়সড় চোট। ওই অবস্থায়ও শুটিং করে যান অভিনেত্রী। পরে অবস্থা আরও খারাপ হতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ মেনে তিন মাসের জন্য বিশ্রাম নেবেন ঠিক করেন। 


তাই গল্পে শ্রীমার পরিবর্তে 'নীলা'র চরিত্রে তড়িঘড়ি সম্পূর্ণাকে দেখানো হচ্ছে। কিন্তু মাঝপথে ধারাবাহিকে নীলার জায়গায় নিজেকে মানিয়ে নিতে কী বেশ বেগ পেতে হচ্ছে সম্পূর্ণাকে? আজকাল ডট ইনকে অভিনেত্রী বলেন, "শুরুতেই নায়িকা হিসাবে যেহেতু আমি ছিলাম না, তাই মানিয়ে নিতে একটু সময় লাগছে ঠিকই। চরিত্রটিকে আরও কাছ থেকে চেনার চেষ্টা করছি। এর আগে সহ অভিনেতাদের অনেকের সঙ্গেই কাজ করেছি, তাই চরিত্র নতুন হলেও মানুষগুলো চেনা।"


সম্পূর্ণার কথায়, "নীলার সঙ্গে আমার বেশ মিল রয়েছে। আমিও খুব প্রতিবাদী। অন্যায় দেখলে মুখ বুজে থাকতে পারি না। কিন্তু নীলা যেমন কথা বলতে ভালবাসে, আমি একটু চুপচাপ।"


আপাতত, নতুন নীলাকে অল্প সময়ে বেশ মনে ধরেছে দর্শকের। এমনকী পর্দার দিপুর সঙ্গেও ধীরে ধীরে অফস্ক্রিন বন্ধুত্ত্ব গড়ে উঠেছে সম্পূর্ণার। এমনটাই জানালেন অভিনেত্রী।