নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় প্রথমবার কাজ শুরু করতে চলেছেন 'X= প্রেম' খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস। সদ্যই নীরজ পান্ডে পরিচালিত 'খাকি- দ্য বেঙ্গল চ্যাপ্টার'- এর শুটিং শেষ করেছেন শ্রুতি। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই কালার্স বাংলায় নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেত্রী। যদিও এই খবরকে এখনও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে নিশ্চিত করেনি।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X= প্রেম' ছবি থেকে শ্রুতি সকলের নজরে এলেও 'ঘরে বাইরে আজ', 'নির্বাসিত' ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বাদামী হায়নার কবলে' সেখানেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এবার প্রথমবার ছোটপর্দায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। কালার্স বাংলায় শুরু হচ্ছে ১০০ দিনের টেলি সিরিজ। এমনই একটি কাজে দেখা যাবে শ্রুতিকে। নির্দিষ্ট কোনও স্টুডিওয় নয়, বরং বিভিন্ন জায়গায় শুটিং হবে এই টেলি সিরিজের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত প্রথম টেলি সিরিজটির কাজ। যেখানে দর্শক দেখতে পাবেন তাঁদের প্রিয় 'ডোডোদা' অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষালকে। ১০০ দিনের এই টেলি সিরিজে বিভিন্ন ধরনের গল্পে, বিভিন্ন তারকাদের দেখতে পাবেন দর্শক। বহু ধারাবাহিকই অল্প দিনেই বন্ধ হয়ে যাচ্ছে এখন। তাই এই ধরনের টেলি সিরিজই হয়তো হতে চলেছে টেলিভিশনের ভবিষ্যৎ।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X= প্রেম' ছবি থেকে শ্রুতি সকলের নজরে এলেও 'ঘরে বাইরে আজ', 'নির্বাসিত' ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'বাদামী হায়নার কবলে' সেখানেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
এবার প্রথমবার ছোটপর্দায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। কালার্স বাংলায় শুরু হচ্ছে ১০০ দিনের টেলি সিরিজ। এমনই একটি কাজে দেখা যাবে শ্রুতিকে। নির্দিষ্ট কোনও স্টুডিওয় নয়, বরং বিভিন্ন জায়গায় শুটিং হবে এই টেলি সিরিজের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত প্রথম টেলি সিরিজটির কাজ। যেখানে দর্শক দেখতে পাবেন তাঁদের প্রিয় 'ডোডোদা' অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষালকে। ১০০ দিনের এই টেলি সিরিজে বিভিন্ন ধরনের গল্পে, বিভিন্ন তারকাদের দেখতে পাবেন দর্শক। বহু ধারাবাহিকই অল্প দিনেই বন্ধ হয়ে যাচ্ছে এখন। তাই এই ধরনের টেলি সিরিজই হয়তো হতে চলেছে টেলিভিশনের ভবিষ্যৎ।
