নিজস্ব সংবাদদাতা: টেলিভিশন জগতের পরিচিত মুখ তন্বী লাহা রায়। ধারাবাহিকে ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। এমনকী, বড়পর্দায়ও নজর কেড়েছেন তন্বী। প্রেমেন্দু বিকাশ চাকির 'আলাপ' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
বেশ কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ফিরলেন অভিনেত্রী। ফের নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, জি বাংলার আসন্ন ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এ দেখা যাবে তাঁকে। 'এসভিএফ'-এর প্রযোজনায় এই মেগায় প্রথমবার জুটি বাঁধছেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। গল্পে জিতুর বান্ধবীর চরিত্রে দেখা যেতে চলেছে তন্বীকে।
টলিপাড়ার অন্দরের খবর, তন্বীর চরিত্রের নাম 'মীরা'। গল্পে এক অসমবয়সি প্রেমকাহিনি দেখা যাবে। প্রাণোচ্ছ্বল মেয়ে দিতিপ্রিয়ার সান্নিধ্যে এসে এক নিমেষে বদলে যাবে জিতুর জীবন। দায়িত্ব, ভালবাসায় গড়ে উঠবে তাঁদের সম্পর্ক।
জিতু-দিতিপ্রিয়া-তন্বী তিনজনেই ছোটপর্দার মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বড়পর্দা থেকে ওটিটির জগতে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। দর্শকের থেকেও পেয়েছেন বিপুল ভালবাসা। তাঁদের পর্দায় নতুনভাবে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল।
