সংবাদ সংস্থা মুম্বই: বৃহস্পতিবার নিজের ৩৭তম জন্মদিনের কেক কাটলেন অনুষ্কা শর্মা। এইমুহুর্তে বলিউড থেকে বেশ দূরে থাকেন তিনি। দুই সন্তান ও স্বামী বিরাট কোহলির সঙ্গে চুটিয়ে সংসার করতে ব্যস্ত এই অভিনেত্রী। তবে জানেন কি বিরাটের সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার সেই মজার ঘটনার কথা?
কোহলির প্রথম 'হ্যালো'তেই বিরাট-হোঁচট খেয়েছিলেন কোহলি! অনুষ্কার সঙ্গে প্রথম দেখায় কী কাণ্ডটাই না ঘটিয়েছিলেন দেশের এই কিংবদন্তি ক্রিকেটার!
ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়, যিনি মাঠে শাসন করেন রাজা-সমান, সেই 'কিং' কোহলি নাকি অনুষ্কার সঙ্গে প্রথমবার দেখা করার সময় একেবারে নার্ভাস হয়ে যা-তা কাণ্ড করেছিলেন! ভাবা যায়? যদিও সে সময়টা তিনি স্বপ্নেও ভাবেননি যে, এই মেয়েটিই একদিন হবেন তাঁর জীবনসঙ্গিনী।
২০১৯ সালে এক সাক্ষাৎকারে বিরাট নিজেই সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান। ঘটনাটি সেই প্রথম বিজ্ঞাপনের শুটিং-এর, যেখানে তিনি অনুষ্কার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। বিরাট বলেন, “আমি দাঁড়িয়ে ছিলাম আর ভিতরে ভিতরে ঠকঠক কাঁপছিলাম। গড়পড়তা ভারতীয়র থেকে লম্বা, ওরকম লুকস...বুঝতেই পারছিলাম না অনুষ্কার সঙ্গে কীভাবে কথা শুরু করব। তখন হঠাৎ ওর দিকে তাকিয়ে বলেই ফেলি— ‘তুমি আর একটু উঁচু হিল পরতে পারতে না?’ ভেবেছিলাম হাসবে, উল্টে এমন একটা গলায় ' এক্সকিউজ মি?' বলে উঠেছিল যে লজ্জায় কী করব বুঝে উঠতে পারছিলাম না। নিজেকে একেবারে গাধা মনে হচ্ছিল।”
তবে কথায় বলে, শেষ ভাল যার, সব ভালো তার। সেই প্রথম 'অস্বস্তি ' কথোপকথনই যে একদিন বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াবে, তা দু'জনের কেউই তখন ভাবেননি।
বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ই ডিসেম্বর, ইতালিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেন। তারপর থেকে তাদের জুটি হয়ে উঠেছে একেবারে পপ কালচারের অংশ।
২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। আর ঠিক গত বছর তাঁরা তিন থেকে চার জনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় বিরাট-অনুষ্কার পুত্রসন্তান। ছেলের নাম তাঁরা রেখেছেন — আকায়।
তবে সন্তানদের জন্মের পর থেকে 'বিরুষ্কা' ধীরে ধীরে পিছনে সরিয়ে দিয়েছেন নিজেদের সোশ্যাল লাইফকে। এখন তাঁরা শুধুমাত্র নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেন আর যথাসম্ভব সংবাদমাধ্যমের নজরের বাইরেই থাকেন।
সূত্রের খবর, বর্তমানে ভারত ও লন্ডনের মধ্যে যাতায়াত করেই চলছে তাঁদের জীবন। লন্ডনের বাড়িতেই সন্তানদের মানুষ করছেন দু'জনে, সংবাদমাধ্যমের কোলাহল থেকে বহু দূরে— একেবারে নিঃশব্দ এক সংসার।
অবশ্য এমন জীবনযাপনই হয়তো দরকার, যখন বাবা-মা দু'জনেই দেশের সবচেয়ে আলোচিত এবং ব্যস্ত তারকা।
