ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট হতে চলেছে নীতেশ তিওয়ারির 'রামায়ণ'। যেখানে রাম হচ্ছেন রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, রাবণ যশ, হনুমান সানি দেওল আর লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে। তবে যা শুনে সারা বিশ্ব অবাক, সেটি হল—এই ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন একসঙ্গে দুই অস্কারজয়ী কিংবদন্তি সুরকার—হ্যান্স জিমার এবং এ আর রহমান!
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিস্ময় আর আবেগ গোপন রাখতে পারলেন না রহমান। জানালেন, “কে ভাবতে পেরেছে যে আমি আর হ্যান্স জিমার একসঙ্গে ;রামায়ণ’-এর মতো একটা ভারতীয় মহাকাব্যিক প্রজেক্টে কাজ করব? এটা শুধু আমাদের সংস্কৃতি নয়, আমাদের অহংকার। আমি খুবই গর্বিত এই কাজটা করতে পেরে।”
তিনি আরও যোগ করলেন, “আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা বানানোর ধরন বদলেছে, সংগীত তৈরির ভাষা বদলেছে। আমিও নিজেকে নতুনভাবে তৈরি করছি, নতুন যুগের জন্য। আর হ্যান্স জিমারের মতো শিল্পীর সঙ্গে কাজ করে মনে হয়, সঙ্গীত কোনও সীমানা মানে না।”
রহমান আরও জানালেন, তাঁদের প্রথম মিউজিক সেশন হয়েছিল লন্ডনে, পরেরটা লস অ্যাঞ্জেলসে এবং তারপর দুবাইয়ে। “হ্যান্স কোথায় যাচ্ছেন, আমি চেষ্টা করছি সেখানেই বেস তৈরি করতে। ওর খুব আগ্রহ, অনুসন্ধানিৎসু, আমাদের সংস্কৃতি জানতে চায়, খোলামেলা মতামত চায়। এমনও বলেছে—‘এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমি কি একটু ওয়েস্টার্ন দৃষ্টিভঙ্গি আনতে পারি?’ এমন জিজ্ঞাসা করার মধ্যেও একটা গভীর শ্রদ্ধা আছে।”
‘রামায়ণ’-এর প্রথম ঝলক কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। যেখানে রণবীর ও যশের প্রথম ঝলক-ই দর্শকদের মধ্যে ঝড় তুলেছে। এখন দুই পর্বে দীপাবলিতে (২০২৬ ও ২০২৭) মুক্তির জন্য তৈরি হচ্ছে এই মহাকাব্যিক ছবি।
প্রসঙ্গত, নিতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’ ছবির ঘোষণা ভিডিও প্রকাশের পর থেকেই উন্মাদনা তুঙ্গে। রণবীর কাপুরের রাম ও যশের রাবণ-ঝলকে কাঁপছে সোশ্যাল মিডিয়া। তবে জানেন কি, ‘রাবণ’ যশকে প্রথম পর্বে পাবেন মাত্র ১৫ মিনিটের জন্য? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ‘কেজিএফ’ তারকা যশ যিনি রাবণের ভূমিকায় ধরা দেবেন, তিনি প্রথম পর্বে সাকুল্যে থাকবেন মাত্র মাত্র ১৫ মিনিটের জন্য। তবে এর পিছনে অন্য কোনও কারণ নয়, রয়েছে স্রেফ গল্পের গঠনগত যুক্তি। রামায়ণ ছবির প্রথম খণ্ডে মূল লক্ষ্য থাকবে রামের বনবাস এবং সীতা-লক্ষ্মণের সঙ্গে তাঁর যাত্রা ঘিরে। যশের রাবণ এই পর্বে কেবলমাত্র সূচনার ভূমিকা নেবেন, যেটা ‘রামায়ণ পার্ট ২’-এ বিশাল পরিসরে বিস্তার লাভ করবে। পাশাপাশি সীতা হরণের সময়েও বলাই বাহুল্য দেখা যাবে তাঁকে। সম্ভবত, সীতা হরণ পর্বেই শেষ হবে ‘রামায়ণ’-এর প্রথম ভাগ।
 
 
 খবর, যশ শুধু অভিনয়ই করছেন না, এই বিশাল প্রজেক্টের অন্যতম সহ-প্রযোজক হিসেবেও যুক্ত। অন্যদিকে, রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করছেন। ২০২৬-এর দীপাবলির আবহে মুক্তি পাবে রামায়ণ -এর প্রথম ভাগ। এবং ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭-এর দীপাবলিতে। ছবির প্রথম ভাগের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।  দ্বিতীয় ভাগের শুট শুরু হবে আগামী আগস্ট মাসে।
জানিয়ে রাখা ভাল, নিতেশ তিওয়ারির পরিচালনায় 'রামায়ণ' হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা! কেন এত বড় ঝুঁকি নিলেন প্রযোজক? ছবি ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ছবি নির্মাতা নমিত মালহোত্রার কাছে রামায়ণ স্রেফ কোনও সিনেমা নয়, ভারতীয় গল্পকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার একটা লক্ষ্য অর্থাৎ মিশন। আন্তর্জাতিক দর্শকের আকৃষ্ট করতে হলে ছবির মাত্রা হোক কিংবা ভিজ্যুয়াল— কোনও ক্ষেত্রেই আপস করা চলবে না। আর তাই বাজেট নিয়ে কোনও রকম দরাদরি নয়, রফা নয় — কারণ রামায়ণ এটাই মালহোত্রা পরিবারের ‘স্বপ্ন’। এবং প্রযোজকের দৃঢ় বিশ্বাস তিনি এই ছবির থেকে আর্থিক লাভও করবেন। প্রসঙ্গত, রামায়ণ ছবিতে রণবীর কাপুরে রয়েছেন রামের চরিত্রে, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, সানি দেওল হচ্ছেন হনুমান। এরই মধ্যে ঘটা করে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকের ভিডিও, যা দেখে দর্শকরা রীতিমতো উত্তেজনায় কাঁপছে। আর রণবীরের রামের লুকে মুগ্ধ আলিয়া ভাটও! তাঁর মন্তব্য—“অবিস্মরণীয় কোনও কিছুর শুরু হল মনে হচ্ছে।”
