সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

এ আই প্রকোপে অরিজিতের কন্ঠ

এ আই-এর মাধ্যমে নকল করা হচ্ছে অরিজিৎ সিং-এর কন্ঠ। এই জালিয়াতির থেকে নিজের আওয়াজকে বাঁচাতে বড় পদক্ষেপ অরিজিতের। আইনি সাহায্য নিতে ছুটেছিলেন আদালতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রায় এল, অরিজিতের কণ্ঠ-সহ কোনও কিছুই কোনও অনলাইন প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন-সহ কোনও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

সামান্থার সঙ্গে প্রিয়াঙ্কার তুলনা

বরুণ-সামান্থা অভিনীত 'সিটাডেল: হানি বানি'র টিজার মুক্তির পর থেকেই নেট মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ টিজার দেখার পর দাবি করেছেন এই সিরিজটি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত হলিউড সিরিজ 'সিটাডেল'-এর চেয়ে অনেকাংশে ভাল হতে চলেছে। সেইসঙ্গে সামান্থার অভিনয়কে প্রশংসাও জানিয়েছেন নেটিজেনরা।

'সুলতান'-এর প্রথম পছন্দ ছিলেন ম্রুণাল

সলমন-অনুষ্কা জুটির হিট ছবি 'সুলতান'। কিন্তু এই ছবির জন্য অনুষ্কা শর্মা নন, পরিচালক আলি আব্বাস জাফরের প্রথম পছন্দ ছিলেন ম্রুণাল ঠাকুর। অভিনেত্রীর সঙ্গে চরিত্র নিয়ে আলোচনাও করা হয়েছিল। এমনটাই মুম্বই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন সলমন খান। কিন্তু ওই মহিলা কুস্তিগিরের চরিত্রের জন্য ম্রুণাল তৈরি ছিলেন না। তাই ওই ছবিতে ভাইজানের সঙ্গে জুটি বাঁধা হয়নি তাঁর।