আজকাল ওয়েবডেস্ক: ফের ক্যামেরার পিছনে অর্ণ মুখোপাধ্যায়। বড় পর্দায় ‘পুবের জানালা’ নিয়ে ফিরছেন অভিনেতা-পরিচালক। মুখ্য চরিত্রে থাকবেন প্রিয়াঙ্কা সরকার এবং সব্যসাচী পুত্র গৌরব চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন অর্ণ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌমিত দেব।
গল্পের প্রেক্ষাপট উত্তরবঙ্গের এক শান্ত ছিমছাম শহর। ১৫ বছর পর হঠাৎ করেই মুখোমুখি হয় আনন্দি আর আবেল। তবে ১৫ বছর আগের জীবনের আর কিছুই অবশিষ্ট নেই। আবেল তথা গৌরব চক্রবর্তী এক কালের সম্ভবনাময় ক্রিকেট খেলোয়াড়, বর্তমানে শিক্ষক। অন্যদিকে প্রিয়াঙ্কা তথা আনন্দি ভীষণ সম্ভাবনাময় লেখিকা।
দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রণয় এবং এহেন প্রেমের পরিণতি কী হয় তাই নিয়েই ছবি। গল্পে দু’জন ব্যক্তিমানুষের মনস্তত্ত্বের নানান দিক উঠে আসবে বলেই মত নির্মাতাদের। শেষ পর্যন্ত গৌরব প্রিয়াঙ্কার জুটি দর্শকদের মন জয় করতে পারে কি না সে কথা সময়ই বলবে।