সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় কমিকস চরিত্র ‘রাপ্পা রায়’-এর বড়পর্দায় আসার কথা ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল তুমুল হইচই। প্রায় দু’দশক ধরে একচেটিয়াভাবে এই জনপ্রিয় কমিকস নিয়ে আগ্রহের অন্ত ছিল না অনুরাগীদের। কমিকসের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ক্রাইম, কমেডির মিশেলে এই ছবিতে রয়েছে অ্যাকশনও। জমজমাট হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট কায়দায় অ্যাকশন দৃশ্যে দেখা যাবে ‘রাপ্পা’-কে। আর রাপ্পাকে তাতে পারদর্শী করার মন্ত্র বাতলেছেন ‘মাস্টার’ তথা অভিনেতা প্রাজ্ঞ দত্ত। 

 

আজকাল ডট ইন-কে এই বিষয়ে প্রাজ্ঞ জানালেন, তাঁর মাস্টার চরিত্রটি কমিকসে নেই। কিন্তু চিত্রনাট্যের খাতিরে ছবিতে বেশ গুরুত্বপূর্ণ। তাঁর কাছে রাপ্পা আসে আত্মরক্ষার প্রশিক্ষণ নিতে। অভিনেতার কথায়, “এই ছবিতে অভিনয়ের পাশাপাশি অ্যাকশন অ্যাডভাইজর হিসেবে কাজ করেছি আমি। পরিচালক ধীমান বর্মন চেয়েছিলেন মার্শাল আর্টের বিভিন্ন ফর্ম মিশিয়ে যদি রাপ্পাকে প্রশিক্ষণ দেওয়া যায়। মূলত, ফিলিপিন মার্শাল আর্টের  কম্ব্যাট কালি এবং কুং-ফুর বেশ কিছু প্যাঁচ পয়জার মাস্টার এবং রাপ্পার ট্রেনিংয়ের দৃশ্যে দেখা যাবে। এছাড়াও ছবির ক্লাইম্যাক্সে একটি চেজ সিকোয়েন্সের মধ্যেও এই ফর্মেই নানান অ্যাকশন দৃশ্যে দেখা যাবে রাপ্পা-কে। আর অর্পণের সঙ্গে কাজ করে এককথায় দারুণ লেগেছে। মঞ্চে যেহেতু বহু বছর কাজ করছে, তাই ভীষণ চটপট ও নিজের অভিনীত চরিত্রের মধ্যে ঢুকে পড়তে পারে। অ্যাকশন দৃশ্য ভাল করে পারফর্ম করার আগ্রহ ও ইচ্ছে -দুইই ওর মধ্যে রয়েছে। খুব সুন্দর কাজের অভিজ্ঞতা ওর সঙ্গে।”

 

‘রাপ্পা’ ওরফে অর্পণ ঘোষালের সঙ্গেও এই বিষয়ে জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। আলতো হেসে ফোনের অন্য প্রান্ত থেকে অভিনেতা বলে উঠলেন, “আমি প্রচুর মাঠে-ঘাটে ঘুরে বেড়িয়েছি এক সময়। ছোটবেলায় খেলাধুলো, দুষ্টুমি, দৌড়ঝাঁপ এন্তার করেছি। সুতরাং অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে খুব কষ্ট হয়নি। বরং আগ্রহ ছিল। আর মঞ্চে পারফর্মের জন্য একবার মার্শারল আর্টের একটি ওয়ার্কশপ করেছিলাম। সেই ব্যাপারটাও কাজে এসেছে এই ছবির শুটিংয়ে। এই ছবিতে বেশ কিছু তথাকথিত ঝুঁকিপূর্ণ দৃশ্য আছে যা আমি করেছি। কিন্তু সত্যি কথা বলতে কী, আমার কাছে তা একেবারেই ঝুঁকির মনে হয়নি, কারণ ওই যে কৈশোরের লাফঝাঁপের অভিজ্ঞতা...”

 

সামান্য থেমে তিনি আরও বললেন, “প্রাজ্ঞদার সঙ্গে কাজ করে বেশ লেগেছে। উনি যেহেতু মার্শাল আর্টটা জানেন, তাই আমার শরীর কতটা নিতে পারবে, কোন মুভসগুলো আমি ভাল করে ফুটিয়ে তুলতে পারব, সে বিষয়ে ওঁর একটা স্পষ্ট ধারণা আছে। তাই কাজ করেও ভারী আরাম। আর একটা কথা, কমিকসের মতো রাপ্পা রায়ের ছবিতে অ্যাকশন থাকলে নৃশংসতা নেই, রক্তপাত নেই। দর্শক শিউরে উঠবেন না, তবে মজা পাওয়ার সঙ্গে সঙ্গে রোমাঞ্চও যে পুরোদমে অনুভব করবেন, সেকথা জোর দিয়ে বলতে পারি।”

 

‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এ বাকি গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ-দের।