নিজস্ব সংবাদদাতা: সাহিত্যের পাতা থেকে পর্দায় ফুটে ওঠে চরিত্রেগুলো। চোখের সামনে ভাসে কল্পনার বাস্তবায়ন। সৌজন্যে আকাশ আট। আকাশ আট-এর 'সাহিত্যের সেরা সময়'-এ প্রতি তিন মাস অন্তর আসে নতুন গল্প। দর্শকের মনোরঞ্জনের জন্য প্রতিটি গল্পেই থাকে নতুন জুটি। 

 

 

কিছুদিন আগেই জানা গিয়েছিল, শেষ হতে চলেছে 'বউ চুরি'। এই গল্পে জুটি হিসাবে দেখা গিয়েছিল রিয়াজ লস্কর ও অয়ন্যা চট্টোপাধ্যায়কে। এবার এই জায়গায় আসতে চলেছে নতুন এক গল্প। সূত্রের খবর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে আসছে 'সাহিত্যের সেরা সময়'-এর নতুন সংযোজন। 

 

 

প্রতিবারের মতো এবারও দর্শক জুটি হিসাবে পেতে চলেছেন দুই পরিচিত মুখকেই। টলিপাড়ার অন্দরের খবর এই গল্পে জুটি বাঁধছেন আর্য দাশগুপ্ত ও বিয়াস ধর। দু'জনেই ছোটপর্দা থেকে বড়পর্দা এমনকী ওটিটির দুনিয়ায় পরিচিত মুখ। এবার মিষ্টি প্রেম, খুনসুটি আর সহজ সরল জীবনের গল্প বলবেন তাঁরা। 

 

 

এর আগে বিয়াসকে 'আবার প্রলয়', 'কলঙ্ক', 'কাবেরী'র মতো সিরিজে দেখেছেন দর্শক। অন্যদিকে, একের পর এক বড়পর্দার কাজে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন আর্য। তাঁদের জুটিকে এই প্রথমবার পর্দায় দেখবেন দর্শক। সাহিত্যের গল্পের মধ্যেও থাকবে বাস্তবের ছোঁয়া। আর সেই ছোঁয়াতেই সাহিত্যের পাতা থেকে পর্দায় জীবন্ত হয়ে উঠবে চরিত্রগুলো। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই ভাবনা।