নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তাঁর অভিনয় নিয়ে যতটা সমালোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকে নায়িকার প্রেম, বিয়ে, সম্পর্কে। ছেলের দু'বছর বয়স হতে না হতেই আবারও মা হয়েছিলেন নায়িকা। প্রাক্তন স্বামী শরিফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে এবং মেয়েকে নিয়ে একাই থাকেন নায়িকা। 

 

এর মাঝে বহুবার নায়িকার জীবনে নতুন প্রেমের ইঙ্গিত পাওয়া গিয়েছে। জল্পনার আঁচ তুঙ্গে থাকলেও প্রেমে সিলমোহর দেননি নায়িকা। বারবার জানিয়েছেন, মনের দরজায় নাকি তালা বন্ধ করে রেখে দিয়েছেন তিনি। আর কাউকে নিজের কাছে আসতে দেবেন না। এখন শুধু দুই সন্তানকে নিয়েই তাঁর জীবন। 

 

 

বুধবার রাতে পরীমণি একটি পোস্ট আরও জল্পনা বাড়িয়েছে নেটপাড়ায়। পোস্টে দেখা যাচ্ছে, কারওর বাহুডোরে আবদ্ধ হয়ে তিনি একটি ছবি পোস্ট করেন। সেই ব্যক্তির পরনে সাদা রঙের একটি শার্ট। আর পরী লেপ্টে রয়েছেন তাঁর বুকের মাঝে। যদিও, বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি নাকি নতুন সম্পর্কে জুড়েছেন গায়ক শেখ সাদীর সঙ্গে। কিন্তু এই ব্যক্তি তিনিই কিনা তা যদিও স্পষ্ট নয়। 

 

ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নায়িকা লেখেন, "প্রেম ফিরে আসুক ভালবাসা হয়ে। জীবন ভালবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জুড়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালবাসা হয়ে। আবার চলে যাক, শরতের সাদা শুভ্র মেঘের মত। শুধু ঐ মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মত।" যদিও, অভিনেত্রী পরে এই পোস্টের অনেক পরিবর্তন করেছেন। ওই ব্যক্তির সঙ্গে ছবি সরিয়ে নিজের একটি ছবি দিয়েছেন পরীমণি। তবুও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর পুরনো পোস্টটি।