নিজস্ব সংবাদদাতা: মহালয়ার পুণ্য লগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে 'রণং দেহি'র প্রথম ঝলক। এই বছর মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। তবে কেমন কোয়েল একাই নন, এবার স্টার জলসার মহালয়ায় থাকছেন বাংলার আরও দুই অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং মধুমিতা সরকার। এছাড়াও থাকছেন 'কথা' অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে, থাকছেন 'অনুরাগের ছোঁয়া'র 'দীপা' তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, 'শুভ বিবাহ' ধারাবাহিকের 'সুধা' অর্থাৎ অভিনেত্রী সোনামনি সাহা এবং দেখা যাবে 'গীতা এলএলবি' হিয়া মুখোপাধ্যায়কে।
সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে 'রণং দেহি'র নতুন এক প্রোমো। সেখানে দেবীর বেশকিছু রূপের সঙ্গে এক ঝলক দেখা মিলল মহাদেবেরও। গলায় সাপ জড়ানো, কপালে তিলক, রুদ্রাক্ষের মালা, জটায় চন্দ্র আর শান্ত ত্রিনয়নে মহাদেব রূপে ধরা দিলেন 'অনুরাগের ছোঁয়া'র 'সূর্য' ওরফে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।
উমার পাশে মহাদেব রূপে এবার জলসার মহালয়ার দেখা যাবে দিব্যজ্যোতিকে। প্রথমবার মহালয়ায় মহাদেবের চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে দিব্যজ্যোতি বলেন, "মহাদেবের চরিত্রের জন্য আরও শার্প হতে হত। প্রোমো দেখে বুঝলাম, আমি ঠিক ফুটিয়ে তুলতে পারিনি। আরও ভাল হতে পারত। ভবিষ্যতে আরও ভাল করার চেষ্টা করব।"
দিব্যজোতির কথায়, "ভগবানকে চোখে না দেখলেও আমরা অনুভব করতে পারি। তাই যেকোনও দেবতার চরিত্র ফুটিয়ে তোলা একটু কঠিনই। আমি ছোট থেকে মহালয়া শুনি, প্রতিটা চ্যানেলের মহালয়া দেখিও। আমার কাছে তাই মহালয়ায় অভিনয় ইমোশনের জায়গা।"
