নিজস্ব সংবাদদাতা: বিগত ২ বছরেরও বেশি সময় ধরে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি 'লাবণ্য সেনগুপ্ত' নামই পরিচিত ছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'তে সূর্যর মা লাবণ্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করে শুরুর দিন থেকে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। 

 

 

গল্পে এখন এসেছে নতুন মোড়। বড় হয়ে গিয়েছে সোনা-রূপা। এদিকে জীবনে বদল এসেছে সূর্য-দীপারও। তার মাঝেই ধারাবাহিক থেকে সরে এলেন রূপাঞ্জনা। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী। তিনি লিখেছেন, "লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা তিন বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেছে ছিলাম। এতদিন নিঃশাস টুকুও নিয়েছি লাবণ্য সেনগুপ্ত হয়েই। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর পালা। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এতদিনে আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল। এই সময়ে লাবণ্য হয়েই আমি হেসেছি, কেঁদেছি, লড়াই করেছি, বড় হয়েছি। শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবেও।"

 

 

তিনি আরও লেখেন, "লাবণ্যকে যাঁরা দেখেছেন, যাঁরা ওকে সমর্থন করেছেন, ভালবাসা দিয়ে আগলে রেখেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালবাসাতেই এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছিল। আপনাদের এই ভালবাসা আমার কাছে উপহার, যা আমার সারাজীবন মনে থাকবে। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশা রাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় জুড়ে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্যর মতো চরিত্র চিরকাল আমার সঙ্গে জুড়ে থাকবে।"

 

 

কিন্তু কেন হঠাৎ ধারাবাহিক থেকে বিদায় নিলেন রূপাঞ্জনা? আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, টানা ৩ বছর একটা চরিত্রে অভিনয় একঘেয়ে হয়ে উঠেছিল। এবার তিনি খানিকটা বিরতি নিয়ে ফের নতুন কাজে ফিরতে চান। 

 

 

এদিকে সূত্রের খবর, রাজ চক্রবর্তীর প্রযোজনায় স্টার জলসার আসন্ন ধারাবাহিকে অভিনয় করার কথা ছিল রূপাঞ্জনার। কিন্তু শুটিংয়ের সময় না মেলায় গল্প পছন্দ হলেও কাজটি করছেন না তিনি। এদিকে নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন রূপাঞ্জনা। তিন সাহিত্যিকের গল্প নিয়ে আসছে এক বাংলা ছবি। তার মধ্যে থাকবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'তারানাথ তান্ত্রিক'-এর গল্পও। যেখানে 'মাতু পাগলী'র চরিত্রে সম্ভবত দেখা যেতে চলেছে রূপাঞ্জনাকে। চলতি মাসের শেষেই বোলপুরে হবে ছবির শুটিং।