সংবাদসংস্থা মুম্বই: চলতি বছর এককথায় দুর্দান্ত কেটেছে কার্তিক আরিয়ানের। চন্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে সাফল্য আদায় করার পাশাপাশি সমালোচকদের বাধ্য করেছিল ভূয়সী প্রশংসা করতে। এরপর ‘ভুল ভুলাইয়া ৩’-ও লেটার মার্কস নিয়ে পাশ করেছে। তবু ভবিষ্যতে ভাল ছবিতে সুযোগ পেতে যে তাঁকে যে আরও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তা নিয়ে একপ্রকার নিশ্চিত কার্তিক। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে তাই তো অভিনেতা বলেছেন পরপর তাঁর দু'টি ছবি বড় মাপের সাফল্য পেলেও তিনি ‘ইন্ডাস্ট্রির সমর্থন পাবেন না’। 

 

সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমি একজন নিঃসঙ্গ যোদ্ধা। আমার বাড়িটি সম্পূর্ণ নিজের আয়ের টাকায় কেনা। এই জায়গা পর্যন্ত পৌঁছতে যে কী উন্মাদের মতো জীবন-যুদ্ধ করে যেতে হয়েছে, তা একমাত্র আমিই জানি।  আর এই যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি। আমি জানি এই লড়াইয়ে আমি ইন্ডাস্ট্রির অন্দর থেকে কোনও সমর্থন পাব না। এখন এই বিষয়টিকে আমি একপ্রকার মেনেই নিয়েছি। কারণ ‘ভুল ভুলাইয়া ৩’-আর মতো এত বড় একটি হিট ছবি ডেলিভার করার পরেও কোনও হোমড়া-চোমড়া আমাকে সমর্থন যোগাননি। পরের ছবিতে সুযোগ পাওয়ার জন্য নিজেকেই কসরৎ করে যেতে হবে।” 

 

 

এখানেই চুপ করে থাককেননি কার্তিক। জোর গলায় জানিয়েছেন ইন্ডাস্ট্রির অন্দরে বহু মানুষ ওৎ পেতে রয়েছে তাঁর ব্যর্থতা দেখতে –“একদম সত্যি বলছি। এবং আমি নিশ্চিত অনেকেই সেটা টের পান। ইন্ডাস্ট্রিতে চলার পথে কিছু মানুষকে পেয়েছি যাঁরা আমাকে  ভালবেসেছেন, পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এমন বহু মানুষও দেখেছি যাঁদের সুনজরে আমি পড়িনি। এবং সত্যি কথা বলতে কি তাঁদের আর খুশি করতে চাইও না আমি। সেই ইচ্ছেও আর নেই। কারণ একমাত্র দর্শককেই খুশি রাখা আমার কাজ। কারণ একমাত্র তাঁরাই আমাকে ক্রমাগত সমর্থন যুগিয়ে গিয়েছেন। ওঁদের সমর্থনটুকুই আমি পেতে চাই।ব্যস!”
কারা এই ইন্ডাস্ট্রির বাসিন্দা যাঁরা কার্তিকের ব্যর্থতা দেখার জন্য ওৎ পেতে বসে রয়েছেন? সেকথা অবশ্য জানাননি অভিনেতা।