নিজস্ব সংবাদদাতা: 'মির্জা'য় সুমিত-সাহিলের পরিচালনায় টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে দর্শক দেখেছিলেন একেবারে অন্য অবতারে। এই ছবির মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছিল অভিনেতার। ভরপুর অ্যাকশনে ঘেরা এই থ্রিলার ঘরানার ছবির সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছেন দর্শক। তার মাঝেই এল নতুন ছবির ঘোষণা।
এবার কমেডির মিশেলে ফের একবার সুমিত-সাহিলের সঙ্গে জোট বাঁধছেন তিনি। ছবির নাম 'নারী চরিত্র বেজায় জটিল'। ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সূত্রের খবর, গল্পে অঙ্কুশের কাছের এক বন্ধুর চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবরাজ ভট্টাচার্যকে। এই ছবিতে পুরোদস্তুর কমেডি রয়েছে তাঁর চরিত্রে। বর্তমানে বিভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শক মহলে সাড়া ফেলেছেন দেবরাজ।
ছবিতে 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে হাত মিলিয়ে অঙ্কুশও রয়েছেন যৌথ প্রযোজনায়। ছবির গানের দায়িত্বে থাকছেন ঈশান মিত্র। নারী দিবসে সামনে এসেছিল ছবির প্রথম পোস্টার। পোস্টারে অবোধ 'ঝন্টু' (অঙ্কুশ)কে রাস্তায় কানে আঙুল দিয়ে বসে থাকতে। আর তাঁর ঠিক পিছনেই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ঐন্দ্রিলা সেন। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়, নবনীতা মালাকার। বোঝাই যাচ্ছে ছবিতে দমফাটা হাসির মোড়কে তৈরি এই গল্প।
