নিজস্ব সংবাদদাতা: গত বছরই শোনা গিয়েছিল 'একেন বাবু' আবারও বড়পর্দায় ফিছেন। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজে তাদের গন্তব্য ছিলেন পুরী। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাবেন বেনারসে।‌

 

 

 

 

আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। প্রযোজনায় 'হইচই স্টুডিও'। ১৬ মে, অর্থাৎ গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবারের গল্পেও যে রহস্যের কমতি হবে না, তা বোঝাই যাচ্ছে। বেনারসের বিভিন্ন জায়গায় হয়েছে শুটিং। 

 

 

 

 

বহুদিন আগেই পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জায়গায় রহস্য উন্মোচনে পাড়ি দিয়েছেন একেন বাবু। কখনও রাজস্থান, আবারও কখনও বেনারসে। এবার কি দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রহস্য উন্মোচনে যাবেন একেন্দ্র সেন? 

 

 

 

 

আজকাল ডট ইন-কে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় তেমনই ইঙ্গিত দিলেন। তাঁর কথায়, "এই গল্পের আগেই একেন বাবুর বিদেশযাত্রার কথা ভেবেছিলাম। তখন যদিও তা সম্ভব হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে যখন পৌঁছলাম, বিদেশেও যাওয়া হবে। ভাবনা-চিন্তা চলছে, পরেরবার ইন্টারন্যাশনাল ট্যুরের।"