সংবাদ সংস্থা মুম্বই: “কৃতজ্ঞতা…”—একটি মাত্র শব্দ। কিন্তু সেই শব্দ লিখেই সমাজমাধ্যমে ফের ঢেউ তুললেন দীপিকা পাড়ুকোন। কারণ এবার তাঁর নাম চিরতরে লেখা থাকছে হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অফ ফেম’-এ। ‘ওয়াক অফ ফেম’-এর ইতিহাসে দীপিকার নাম উঠল প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে।

বুধবার (স্থানীয় সময় অনুযায়ী), লস অ্যাঞ্জেলস-এর ওভেশন হলিউড-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকা। দীপিকার নাম ঘোষণা হয় ‘মোশন পিকচার্স’ বিভাগে, আর সঙ্গেই উঠে আসে একাধিক আন্তর্জাতিক নাম—এমিলি ব্লান্ট, রামি মালেক, রেচেল ম্যাকঅ্যাডামস, স্ট্যানলি তুচ্চি, টিমোথি শ্যালামে, ডেমি মুর-এর মতো জনপ্রিয় হলি তারকারা।
এই সম্মান পাওয়ার পর পর দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কৃতজ্ঞতা…”। অভিনেত্রীর লেখা সেই এক শব্দেই যেন ধরা পড়ল আনন্দ, বিস্ময় আর দায়িত্ববোধ—তাঁর গলায় ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার আত্মবিশ্বাস।

উল্লেখ্য, ‘ওয়াক অফ ফেম’-এর জন্য প্রতি বছর শ’খানেক মনোনয়ন জমা পড়ে, কিন্তু বেছে নেওয়া হয় মাত্র ৩৫ জনকে—যাঁরা হয়ে উঠেছেন সত্যিকারের আইকন। দীপিকা সেই তালিকায় পৌঁছেছেন একেবারে বলিউড থেকে!

প্রথম ভারতীয় হিসেবে এই পদক পেয়েছিলেন ১৯৬০ সালে সাবু দস্তগীর, যিনি ‘এলিফ্যান্ট বয়’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এর পরে দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী, যাঁর নাম উঠল এই পথচিহ্নে। বছরের শুরুতেই মাইনডি ক্যালিং এই সম্মান পেয়েছিলেন একজন দক্ষিণী এশীয় নাগরিক হিসেবে। তবে দীপিকা এবার ছুঁলেন অন্য উচ্চতা—প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে। ‘পদ্মাবত’, ‘ছপাক’, ‘গেহরাইয়াঁ’, ‘ওম শান্তি ওম’—এই সমস্ত পর্দার চরিত্র ছাপিয়ে দীপিকা এবার পৌঁছে গেলেন চিরস্থায়ী এক মাইলফলকে।
এ যেন শুধুই এক ব্যক্তিগত সাফল্য নয়—ভারতীয় চলচ্চিত্রের এক ঐতিহাসিক জয়।
