নিজস্ব সংবাদদাতা: সব জল্পনার অবসান। চলতি বছরেই আসছে দেবের বহু প্রতীক্ষিত ছবি 'রঘু ডাকাত'! নতুন বছরের পয়লা দিনে এই ঘোষণা সারলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশ করলেন ছবির একটি ঝাঁ চকচকে টাটকা পোস্টার। 

পোস্টারে 'রঘু ডাকাত' রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া খানিক মুখ, মাথা। চাদরের আড়াল থেকে জ্বলজ্বল করছে তাঁর দু'চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের উপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পুজোতে বড়পর্দায় আসছে 'রঘু ডাকাত'।

 

 

খাদান’-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসাবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পুজোয় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, 'খাদান'-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির।

 

 

২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। সম্প্রতি, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পুজোকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শুটিং। টলিউডের অন্দরের খবর ছিল ছবির প্রযোজনা থেকে সরেছে 'এসভিএফ'। পরিবর্তে নিসপাল সিং রানের সঙ্গে হাত মিলিয়েছেন দেব। অর্থাৎ আরও একবার 'সুরিন্দর ফিল্মস'-এর সঙ্গে জুটি বাঁধছেন দেব। কিন্তু সেসব জল্পনাকে ভুল প্রমাণ করে এসভিএফ-এর সঙ্গেই জুটি বেঁধে 'রঘু ডাকাত'কে বড়পর্দায় আনছেন দেব!