নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' শুরুর দিন থেকেই জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়। এই ধারাবাহিকের মাধ্যমে ডোনা ভৌমিক ও অয়ন ঘোষকে দেখা যাচ্ছে প্রথমবার জুটি হিসেবে। গল্পে 'ডায়মন্ড' ও 'হৃদান'-এর খুনসুটিতে ভরা সম্পর্ক দারুণ মনে ধরেছে সিরিয়াল প্রেমীদের। কিছুদিন আগেই বাড়ির 'সেরা বউ' হওয়ার লড়াইয়ে জিতেছে 'ডায়মন্ড'। এবার গল্পে এল ধামাকাদার নতুন মোড়। 

সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, হৃদানের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে বাড়ির সবাইকে নিয়ে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে ডায়মন্ড। কিন্তু এই ঘটনায় মোটেই খুশি হয় না হৃদান। বরং তার চোখে মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। তখন হৃদানের মা বলেন, "এবার বউয়ের আয়োজনে জন্মদিনের কেক কাটবি তো?" এই কথা শুনে আরও রেগে যায় হৃদান। সমস্ত উপহার, ফেলে নষ্ট করে দেয় সে। সঙ্গে ডায়মন্ডকে প্রশ্ন করে, কেন সে তাকে না জানিয়ে জন্মদিনের আয়োজন করেছে? কে হয় সে তার?

হৃদানের মুখে এই কথা শুনে চোখে জল চলে আসে ডায়মন্ডের। এই টালমাটাল পরিস্থিতিতে সবার চোখের আড়ালে হৃদানের জামাইবাবু দীপ্ত, ডায়মন্ডের তৈরি করা পায়েসে বিষ মিশিয়ে দেয়। হৃদানের ক্ষতির ছক কষেই এই কাণ্ড ঘটায় সে। কিন্তু হৃদানের কথায় কষ্ট পেয়ে ডায়মন্ড নিজের হাতে তৈরি করা পায়েস নিজেই খেতে শুরু করে। কিছুক্ষণ পরেই শরীরে অস্বস্তি হতে শুরু করে ডায়মন্ডের। মাথা ঘুরে সে পড়ে যেতে গেলে হৃদান এসে তাকে ধরে নেয়। হৃদানের কোলেই জ্ঞান হারায় ডায়মন্ড। কী হবে এরপর? ডিয়ামন্ডকে কি সুস্থ করে তুলতে পারবে হৃদান? জানতে পারবে এই ঘটনার পিছনে কার হাত রয়েছে? আর কেনই বা নিজের জন্মদিন পালন করতে চায় না হৃদান? উত্তর মিলবে  'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'-এর আগামী পর্বে।