নিজস্ব সংবাদদাতা: থ্রিলারের ঘরানা এখন গ্রাস করছে সিরিজ থেকে সিনেমার জগতকে। বর্তমানের প্রত্যেকটি সিরিজেই কমবেশি থাকছে রহস্যের ছোঁয়া। এবার সেই ধারাই এগিয়ে নিয়ে যেতে আসছে নতুন এক সিরিজ। 

থ্রিলারের সঙ্গে এই গল্পে জুড়ছে ঐতিহাসিক বিষয়বস্তুও। মাইথোলজিক্যাল থ্রিলারের আদলে আসছে নতুন এক সিরিজ। পরিচালনায় রাজা ঘোষ। বিদেশী পুরাণের যোগ থাকছে এই গল্পে। এমন এক দেশের কথা উঠে আসছে যা নিয়ে আগ্রহ বরাবরই আমাদের দেশ জুড়ে। দুই দেশের মধ্যে লড়াই এবং দুই দেশের প্রেম নিয়ে এগোবে গল্প। 

এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে অস্বীকার না করেই তিনি জানান, এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে পারবেন না। এই সিরিজ আসতে চলেছে বাংলার প্রথম সারির এক ওটিটি প্লাটফর্মে। 

প্রসঙ্গত, সেপ্টেম্বরেই মুক্তি পেতে চলেছে রাজা ঘোষের পরিচালিত ছবি 'চাবিওয়ালা'। এই ছবিতে অমৃতা চট্টোপাধ্যায়, কৌশিক করকে মুখ্য চরিত্রে দেখা যাবে। এছাড়াও গল্পে বিশেষ চরিত্রে দেখা যাবে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সোহাগ সেন এবং শুভাশিস মুখোপাধ্যায়কে। প্রথমবার সিরিজের দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে পরিচালকের। আগামী মাসেই শুরু হতে চলেছে এর শুটিং। যদিও এখনও পর্যন্ত অভিনেতাদের নাম চূড়ান্ত করেননি নির্মাতারা।