২০২৪ সালে জয় সেনগুপ্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং পার্থসারথি দেব অভিনীত 'খেলাঘর বাঁধতে লেগেছি'র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল পরিচালক শিবাজি দত্ত-এর। এই ছবিটি একটি শিশুদের চলচ্চিত্র হওয়া সত্ত্বেও তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই)-এর মতো একটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছিল। সেই যাত্রাপথে এবার এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে—তাঁর বহু প্রতীক্ষিত বলিউড ডেবিউ।
মঞ্চের খ্যাতি ও ইন্ডিপেন্ডেন্ট ছবির জন্য পরিচিত শিবাজি দত্ত এবার হিন্দি ছবিতে নিয়ে আসছেন তাঁর আপসহীন দৃষ্টি। এই প্রকল্পটি ইতিমধ্যেই চলচ্চিত্র শিল্প মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ২০২৬ সালের শুরুর দিকে এর শুটিং শুরু হওয়ার কথা এবং এতে অভিনয় করবেন বলিউডের প্রথম সারির তারকারা।
জানা যাচ্ছে, এই ছবির মূল বিষয়বস্তু হল রাজনীতি—তবে তা নিছক ক্ষমতার বিমূর্ত খেলা নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম ও আকাঙ্ক্ষাকে সংজ্ঞায়িত করা এক জীবন্ত শক্তি হিসেবে। এই অভিষেক শুধু একটি মাইলফলক নয়; এটি শিবাজির কণ্ঠস্বরের এক বিস্তার, যে কণ্ঠস্বর বরাবর নীরবতাকে প্রতিরোধ করেছে।
এই ছবিটি দেখাবে কীভাবে রাজনীতি স্বাধীনতাকে রূপ দেয়, সমাজকে বিভক্ত করে এবং মানবিক সম্পর্কের ভিত্তিকে চ্যালেঞ্জ জানায়। বর্তমানে শহরের বাইরে থেকে শিবাজি এই দুঃসাহসিক উদ্যোগের প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত। যদিও এই ছবির আনুষ্ঠানিক ঘোষণাটি এখনও বাকি, তবে এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে।
 
 যাঁরা তাঁর তেজস্বী গল্প বলার ধরন সম্পর্কে ওয়াকিবহাল, তাঁদের জন্য একটি বিষয় নিশ্চিত—শিবাজি দত্ত যখন বলিউডে প্রবেশ করবেন, তখন তিনি শুধু একটি গল্প বলবেন না, তিনি গল্পের মাধ্যমে দর্শকের মধ্যে সাড়া জাগাবেন।
 
 প্রসঙ্গত, 'খেলাঘর বাঁধতে লেগেছি'র গল্পে দেখানো হয়েছিল এক শিশু বাবা-মাকে নিজের কাছে পায় না, তাই সে আশ্রয় হিসেবে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে। গল্পের মূল চরিত্র চারজন- প্রবোধচন্দ্র, তার ছেলে অমিতাভ, অমিতাভের স্ত্রী হেম ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। কিন্তু তাদের বাবা পারিবারিক ব্যবসা নিয়ে, আর মা নিজের অস্তিত্বের লড়াইয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেদের সময় দিতে পারে না। তবে বাবা-মা তাদের অবহেলা করলেও ভালবাসায় ভরিয়ে রাখে দাদু। 

 
 কিন্তু বাবা-মা ছেলেদের সময় না দেওয়ায়, আসতে থাকে নানা সমস্যা। ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কী হয়? কোন খাতে বইবে প্রবোধচন্দ্র, অমিতাভ, হেম, মেঘ আর বিদ্যুৎ-এর জীবন? তার উত্তর মিলেছে 'খেলাঘর বাঁধতে লেগেছি' ছবিতে।
