নিজস্ব সংবাদদাতা: টলিউডে আবার নতুন প্রেম। প্রেরণা নয়, বাস্তবে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৈকত দে। সামাজ মাধ্যমে প্রথমবার নিজেদের প্রেমের কথা জানিয়েছেন যুগল।
বেশ কয়েক মাস আগে সমাজ মাধ্যমে একটি বিয়ের ছবিকে ঘিরে তোলপাড় শুরু হয়। জনপ্রিয় দুই ইউটিউবার প্রেরণা দাস এবং সৈকত দে নাকি বিয়ে করেছেন! বিয়ের সেই সব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়। যদিও কয়েকদিনের মধ্যে আসল ঘটনা সামনে আসে। জানা যায়, এক মিউজিক্যাল ভিডিওর জন্যে বিয়ের দৃশ্যে অভিনয় করেন তাঁরা। প্রেরণা ও সৈকত জানান, তাঁরা দু’জনে খুব ভাল বন্ধু। তবে এবার বাস্তবেই সৈকত দে কার সঙ্গে প্রেম করছেন তা প্রথমবার প্রকাশ্যে এল।
এই মুহূর্তে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সোনা অর্থাৎ নিশা পোদ্দারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৈকত। একাধিকবার তাঁরা একসঙ্গে ভিডিও করেছেন। প্রেম পর্ব অনেকদিন ধরে চললেও এতদিন সৈকত বা নিশা কেউই তা সামনে আনেননি। প্রথমবার সৈকতের জন্মদিনে বেশ কিছু মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান নিশা। এরপর দোলের পর আরও একটি পোস্টে তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন পর্দার ‘সোনা’। দু’জনের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাগ করে নিশা লেখেন,'আমাদের ভালবাসার বিশুদ্ধতম রূপ'।
অভিনেত্রীর পোস্ট দেখে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। যদিও কেউ কেউ লিখেছেন, সৈকতের পাশে প্রেরণাকে ছাড়া তাঁরা আর কাউকে ভাবতে পারেন না। তবে সেই সব প্রতিক্রিয়ায় সৈকত বা নিশা কেউই খুব একটা পাত্তা দিতে চান না। এদিকে বাস্তবে চুটিয়ে প্রেম করলেও 'অনুরাগের ছোঁয়া'র ‘সোনা’ ও ‘রূপা’র জীবনে ত্রিকোণ প্রেমের রহস্য ঘনাচ্ছে।
