নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে জমজমাট রহস্য। তার মাঝেও দর্শকের মনে জায়গা করে নিচ্ছে একটু অন্যধারার গল্প।
এই পথ ধরে হাঁটছেন পরিচালক সৌপ্তিক। ছবির নাম 'দেবী'। অভিনয়ে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, সোমরাজ মাইতি ও অঞ্জনা বসু। মেট্রোপলিটন দুর্গা বাড়িতে শুরু হয়েছে ছবির শুটিং।
গল্পে সত্যজিৎ রায়ের 'দেবী'র কোনও মিল থাকছে না। এই ছবিটি হতে চলেছে 'মনিহারা'র সিক্যুয়েল। যেখানে নারী মনের গহন কোণের হদিস দেবে এই ছবি। সঙ্গে থাকবে ভৌতিক কাহিনি। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। এবার সামনে এল ছবির প্রথম ঝলক।
ছবি প্রসঙ্গে পরিচালক সৌপ্তিক বলেন, "দেবী, 'মণিহারা'র সিক্যুয়েল। 'মণিহারা'য় যেমন ভৌতিক কাহিনি ফুটে উঠেছিল, এই গল্পে তেমন থাকবে আরও ভয়ঙ্কর কিছু। কথা কথায় বলতে গেলে বাংলার ভূতের সাম্রাজ্য তুলে ধরতে চলেছি।"
রণিতার কথায়, "এই ছবির মাধ্যমে আরও একবার গা ছমছমে অভিজ্ঞতার সাক্ষী হবেন দর্শক। 'দেবী'র চরিত্রটা করতে গিয়ে বেশ ভাল লাগছে।"
 
 সোমরাজের কথায়, "এখনও পর্যন্ত ৫০ শতাংশ কাজ হয়েছে। তবে তাতেই এতটুকু বুঝেছি যে, গল্পটা দর্শক দারুণ পছন্দ করবেন। 
রাহুল বলেন, "আমি 'দেবী'র বাবার চরিত্রে অভিনয় করছি। মেয়েকে সব সময় আগলে রাখতে চায় সে। কিন্তু এই চরিত্রের অনেকগুলো শেড আছে। যা ছবির প্রতিটি মোড়ে দর্শক বুঝতে পারবেন।"
অঞ্জনার কথায়, "এই ধরনের চরিত্রে দর্শক আগে দেখেননি আমায়। ছবিটি খুব মজার, খুব ভাল বার্তাও দিচ্ছে।"
