সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি-অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। কিন্তু বেশ কিছুদিন হল তাঁরা নাকি এক ছাদের তলায় থাকেন না। এহেন আবহে বলিপাড়ায় ফিসফাস শুরু হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। আর এর পিছনে নাকি রয়েছে গোবিন্দার বিবাহ-বহির্ভূত সম্পর্ক। ৩০ বছর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ‘হিরো নম্বর ওয়ান’। কিন্তু সত্যি কি গোবিন্দার দাম্পত্যে চিড় ধরেছে? 

 


খবরটি ছড়িয়ে পড়তেই রীতিমতো বিস্ময় প্রকাশ করেন সকলে। কিন্তু বিচ্ছেদ প্রসঙ্গে বেশ জোর গলায় সুনীতা জানান, "এই পৃথিবীতে যদি কেউ আমাকে এবং গোবিন্দাকে আলাদা করার সাহস করেন, তাহলে তাঁকে আমার মুখোমুখি হতে হবে।" আর সুনীতার এহেন বক্তব্যের প্রেক্ষিতে গোবিন্দার বিবাহ বিচ্ছেদের খবর যে এখনও পুরোটাই গুঞ্জনের পর্যায়ে, তা বলাই বাহুল্য!

 


এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে গোবিন্দা ও সুনীতার ঘনিষ্ঠ ভিডিও। যদিও বেশ কিছুদিন আগের মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। ভিডিওটি গোবিন্দার জন্মদিনের। ছেলে-মেয়ে ও সুনীতাকে নিয়ে কেক কাটতে দেখা যায় গোবিন্দাকে। প্রথম কেক সুনীতাকে খাইয়ে দেন অভিনেতা। তারপর দেখা যায়, ছেলে-মেয়ের সামনেই স্বামীকে ঠোঁটঠাসা চুম্বন করেন সুনীতা। যা দেখে রীতিমতো চমকে যান তাঁদের ছেলে-মেয়ে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ছড়িয়ে পড়েছে সুনীতা-গোবিন্দার এই ভিডিও।