সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
কোন নায়িকাকে করতে চেয়েছিলেন গোবিন্দা?
সুনীতা নয়, গোবিন্দা বিয়ে করতে চেয়েছিলেন বলিউডের এক অভিনেত্রীকে। সম্প্রতি, এক টেলিভিশন শোয়ে এসে এমনটাই জানিয়েছেন গোবিন্দা। তিনি বলেন, "সুনীতা আমার জীবনে না এলে মাধুরী দীক্ষিতকে বিয়ের প্রস্তাব দিতাম। কারণ ওঁর মতো এত নম্র, ভদ্র, শালীন ও বুদ্ধিদীপ্ত অভিনেত্রী খুব কম দেখেছি। মানুষ হিসেবে মাধুরীকে খুব সম্মান করি।" এর আগে কখনও মাধুরীকে এই কথা বলে ওঠা হয়নি। তাই ওই টেলিভিশন শোয়ে মজার ছলে নিজের মনের কথা বলেন গোবিন্দা।
সন্তান আসার আগেই বড় সিদ্ধান্ত রণবীর-দীপিকার
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরেই রণবীর-দীপিকার ঘরে আসবে নতুন অতিথি। সন্তান আসার পরেই তাকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন দম্পতি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, বাবা জগজিৎ সুন্দর সিং ভবনানির সঙ্গে মিলিতভাবে মুম্বইয়ের সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বাড়ি কিনেছেন রণবীর। ১১৯ কোটি টাকার এই সম্পত্তিতে আর কিছুদিনের মধ্যেই নবজাতককে নিয়ে থাকতে শুরু করবেন রণবীর-দীপিকা। শাহরুখ খানের 'মন্নত'-এর পাশেই এবার হতে চলেছে এই তারকা দম্পতির নতুন বাসস্থান।
আজও কী নিয়ে আক্ষেপ আমিরের?
রিয়া চক্রবর্তীর একটি পডকাস্ট শোয়ের একটি পর্বে বলি অভিনেতা আমির খান আসেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই শোয়ে আমিরের নানা বক্তব্য। তেমনই প্রকাশ্যে এসেছে অভিনেতার জীবনে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটি। আমির বলেন, "মানুষের জীবনে ছোটবেলা কখনও ফিরে আসেনা। জুনেইদ আর ইরা যখন ছোট ছিল ওদের কোনও সমস্যার কথাই আমি জানতাম না। কিন্তু ওই সময় আমার কাজের জগতে কার কী সমস্যা সব জানা ছিল আমার। আমার ছেলেমেয়েদের ছোটবেলাটা খুব মনে পড়ে। আমি পারিনি ওদের সময় দিতে। তাই আজও আক্ষেপ হয়।"
