নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিক মানেই এখন মুখ বদলের খেলা! চারদিকে শুধু মুখ বদল।
 
 ইতিমধ্যেই হয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'-তে রোহিণী চরিত্রে মুখ বদল। 'তুই আমার হিরো'-তে 'মধুবনী' চরিত্রেও মুখ বদল। অন্যদিকে, 'চিরসখা' ধারাবাহিকে বর্ষার মায়ের মুখ বদল!
কিছুদিন আগেই হয়েছিল সান বাংলার 'পুতুল টিটিপি' ধারাবাহিকে মিতুলের মুখ বদল। আর মিতুলের পর এবার এই সিরিয়ালের মৈনাকের মুখ বদল হল। এতদিন 'মৈনাক'-এর চরিত্রে অভিনয় করেছেন শৌণক রায়, এবার থেকে এই চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল মল্লিককে। জানা যাচ্ছে, শৌণক রায় বর্তমানে একসঙ্গে অভিনয় করছেন স্টার জলসার 'গৃহপ্রবেশ' এবং জি বাংলার 'ফুলকি'তে। সম্ভবত সেই ব্যস্ততাই এই হঠাৎ মুখ বদলের কারণ। মৈনাকের চরিত্রটি বরাবরই নেতিবাচক। আর নেতিবাচক চরিত্রে দারুণ প্রশংসিত ইন্দ্রনীল। ইতিমধ্যেই নতুন চরিত্রে শুটিং শুরু করেছেন তিনি।
গল্পে সমাজের চোখে সে দুর্বল, অশিক্ষিত, টেনেটুনে পাশ! কিন্তু মনের ভিতরে তার অদম্য জেদ। সে পর্দার 'পুতুল' ওরফে খেয়ালী মণ্ডল। সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে খেয়ালীর সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরেফিন। গল্পে তাঁর চরিত্রের নাম 'ময়ূখ'।
ধারাবাহিকের নিত্যনতুন মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুতুলকে প্রতি পদে সবাই অপমান করলেও তার পাশে সব সময় থাকে ময়ূখ। একসঙ্গে বিপদের মোকাবিলা করে তারা। গল্পের নতুন মোড়ে মুখ বদলের ফলে ধারাবাহিকের টিআরপি-তে কতটা প্রভাব পড়ে, সেটাই দেখার।
