আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর শুরু আগেই টলিপাড়ায় আসছে একের পর এক নতুন খবর। কোনও তারকা পাড়ি দিচ্ছেন অন্য ইন্ডাস্ট্রিতে। কোনও তারকা আবার সিরিজ, ছবির দুনিয়া পেরিয়ে ফিরছেন ছোটপর্দায়। 

 

সূত্রের খবর, এবার নাকি ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা জিতু কমল। জি বাংলার নিজস্ব প্রযোজনার আসন্ন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। এখনও পর্যন্ত কোন ধরনের গল্পে বা কোন চরিত্রে দেখা যাবে জীতুকে তা জানা যায়নি। তবে এক অসমবয়সী প্রেমের গল্পে দেখা যেতে পারে তাঁকে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি অভিনেতা। 


বড়পর্দায় একের এক এক হিট ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন জিতু। কিন্তু পরিচিতির শুরুটা ছিল ছোটপর্দার মাধ্যমে। কিছুদিন আগে স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। পড়েছিলেন নেটিজেনদের বিতর্কেও। কিন্তু এইসব বিষয়কে পাত্তা দেননি তিনি। এগিয়ে গিয়েছেন নিজের কাজকে সঙ্গী করেই। 

 

জীতুর ছোটপর্দায় ফেরার খবর চূড়ান্ত হলে তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরছে তাঁর অনুরাগীদের মধ্যে।