নিজস্ব সংবাদদাতা: আসছে বিদ্রোহী কবির বায়োপিক। দুই বাংলাকে যিনি শিখিয়েছিলেন "সবচেয়ে বড় অস্ত্র কালি-কলম"। ছবিতে কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। আপাতভাবে বায়োপিকের নাম "কাজী নজরুল ইসলাম" ঠিক করেছেন নির্মাতা মহল।
এই ছবির মাধ্যমেই পরিচালনায় আসছেন চলেছেন পরিচালক। জেবি প্রোডাকশনের ব্যানারে প্রযোজক জাহানারা বেগম শাহানাওয়াজ বিশ্বাস ও শাহবাজ বিশ্বাসের হাত ধরে আসছে বায়োপিকটি। এছাড়া স্ক্রিপ্ট লিখেছেন সৌগত বসু এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন জয় সরকার।
নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবার খবর, ছবিতে কবির দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে নাকি দেখা যেতে চলেছে টলি অভিনেত্রী ইশা সাহাকে। আজকাল ডট ইনকে পরিচালক এই বিষয়ে জানান, চিত্রনাট্য নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে অভিনেত্রীর সঙ্গে। চলতি বছরের শেষেই শুরু হবে ছবির শুটিং।
এই বিষয়ে ইশা সাহার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, "আমার সঙ্গে খুব প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। চিত্রনাট্য পর্যন্ত শুনিনি। তাই এখনই কিছু চূড়ান্ত বলতে পারছিনা। এরকম অনেক কথাই রোজ হয়। তার মানেই যে প্রতিটা ছবি আমি করছি তেমনটা নয়।"
প্রসঙ্গত, বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, "বায়োপিক মানে তাঁর জীবনের শেষ থেকে শুরুর জার্নিটা। এর জন্য মানষিকভাবেও প্রস্তুতি চলছে। ওঁর জীবনী সংক্রান্ত কিছু বই পড়া শুরু করেছি। নিজেকে ভাগ্যবান মনে করছি আমায় যে পরিচালক পছন্দ করেছেন, এত বড় দায়িত্ব দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ। এরপর বাকিটা পরিচালক যেভাবে বলবেন, আমি প্রস্তুত।"
 
 
  
