আজকাল ওয়েবডেস্ক: মুক্তি পেল বহুপ্রতীক্ষিত ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমার ট্রেলার। মুক্তির সঙ্গেসঙ্গেই ডাইনো দুনিয়ার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা। নতুন প্রেক্ষাপট, নতুন চরিত্র থেকে শুরু করে ভয়ঙ্কর হাইব্রিড ডাইনোসর! কী কী জানা গেল নতুন ট্রেলারে?
‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’-এর ঘটনার পাঁচ বছর পর ‘রিবার্থ’-এর কাহিনি শুরু হচ্ছে। এবারের অভিযান আরও ভয়ঙ্কর, আরও চ্যালেঞ্জিং। একটি গোপন অভিযানের অংশ হিসেবে একদল বিশেষজ্ঞকে একটি দ্বীপে পাঠানো হয়, যেটি ছিল মূল জুরাসিক পার্কের গবেষণা কেন্দ্র। তাঁদের উদ্দেশ্য হল বিরল প্রজাতির ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করা, যা যুগান্তকারী চিকিৎসা পদ্ধতির উন্নয়নে সহায়ক হবে। গোটা ট্রেলারেই একঝাঁক নতুন চরিত্র দেখা গিয়েছে। স্কারলেট জোহানসন, জোনাথন বেইলি, মাহেরসালা আলি- তাবড় তাবড় তারকাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে।
তবে স্বাভাবিক ভাবেই মানুষের চেয়েও বেশি আকর্ষণ রয়েছে নতুন ডাইনোসরের আগমন নিয়ে। আর এখানেই অপেক্ষা করছে বিশাল চমক। ট্রেলারে বেশ কিছু নতুন ডাইনোসরের ঝলক দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ‘ডিস্টর্টাস রেক্স’ এবং ‘মিউটাডনস’ নামক দু’টি নতুন ভয়ঙ্কর হাইব্রিড প্রজাতি নিয়ে। ‘ডিস্টর্টাস রেক্স’ তো এতই ভয়ঙ্কর যে এটির চারটি নয়, ছয় ছ’টি পা। এছাড়াও, টি-রেক্স, মোসাসরাস এবং র্যাপ্টরদের মতো পরিচিত ডাইনোসর তো থাকছেই। ২ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’-এর তার আগে ডাইনো দুনিয়া কাঁপছে নতুন অ্যাডভেঞ্চারের জ্বরে।
