সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের ‘সিকান্দর’–এ শেষ দেখা মিলেছিল তাঁর, এবার ‘রামায়ণ’-এ রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করতে চলেছেন কাজল আগরওয়াল! পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবিতে রাবণ হয়ে পর্দা কাঁপাবেন কেজিএফ-খ্যাত যশ। বলা বাহুল্য,তাঁর বিপরীতেই দেখা যাবে কাজল-কে।
শুরুতে শোনা গিয়েছিল, এই চরিত্রে দেখা যাবে সাক্ষী তনওয়ারকে। তবে একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, সেই খবর ভুল—ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন কাজল। মন্দোদরীর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একজন নামী ও পরিণত অভিনেত্রী দরকার ছিল, যিনি এই চরিত্রের গভীরতা ও দৃঢ়তা ফুটিয়ে তুলতে পারবেন। কাজলের উপস্থিতি একদম নিখুঁত পছন্দ, জানিয়েছে প্রোডাকশন টিমের একজন সদস্য।
আরও জানা গিয়েছে, দক্ষিণ এবং উত্তর—দুই ইন্ডাস্ট্রিতেই কাজলের জনপ্রিয়তা তাঁকে এগিয়ে দেয় অনেক নামের মধ্যে থেকে।রামায়ণের এই মহিলা চরিত্রটি বিশেষভাবে সম্মানের। মায়াসুর ও অপ্সরা হেমার কন্যা মন্দোদরী ছিলেন এক অত্যন্ত প্রজ্ঞাবান ও ন্যায়প্রবণ রানি, যিনি রাবণকে বারবার সতর্ক করে দিয়েছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে ধর্মের পথ বেছে নিতে।
নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ।
এই মহাকাব্যিক রূপান্তরে রাম চরিত্রে থাকছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে, কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমান হচ্ছেন সানি দেওল।অস্কারজয়ী ভিএফএক্স সংস্থা ডিএনইজি-এর টেকনিক্যাল চমক থাকছে এই ছবিতে।
