‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর সর্বশেষ পর্ব একেবারে হইচই ফেলে দিয়েছে দর্শকমহলে। এই পর্বে হাজির ছিলেন জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা, তাঁদের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচারে। তবে শোতে আলোচনার কেন্দ্রে ছিল না শুধু সিনেমা—বরং জাহ্নবীর খাওয়া-দাওয়া সংক্রান্ত খুঁটিনাটি পছন্দ, কাপিল শর্মার নির্ভুল কৌতুক, আর অর্চনা পুরণ সিং–নভজ্যোৎ সিং সিধুকে ঘিরে চলা রসিকতা।

কীভাবে নিজের মনের মানুষকে বেছে নেন, এই প্রশ্নে জাহ্নবীর অকপট জবাব—“সবটাই নির্ভর করে খাবারের উপর। খাবার আমার কাছে খুব জরুরি। ছেলেটা রান্না করতে জানতে হবে, খেতে ভালবাসতে হবে। আর যদি বলে, ‘ওহ খুব স্পাইসি, আমার পেট খারাপ হয়ে যাবে!’ তবে সেটা একেবারেই চলবে না।”

এখানেই শেষ নয়, ঝালের প্রতি নিজের ভালবাসাও প্রকাশ করলেন তিনি—“ভাত খাচ্ছেন অথচ কাঁচালঙ্কা নেই, তাহলে আদৌ কী খাচ্ছেন?” জাহ্নবী আরও জানালেন, তিনি নাকি কেটো-ফ্রেন্ডলি ময়দা—যেমন বাদাম বা ফ্ল্যাক্সসিড—দিয়ে তৈরি করেন বিশেষ পরোটা। সঙ্গে সঙ্গেই কাপিলের মজার প্রশ্ন, “এই কেটো ময়দা আবার কোথায় পাওয়া যায়?”


মঞ্চে এই পর্যন্তই থাকেননি কাপিল। তিনি নজর ঘুরিয়ে নিলেন অর্চনা পূরণ সিংয়ের দিকে। মজা করে বললেন, অর্চনা নাকি তাঁর ফিগার ধরে রেখেছেন কোনও ‘কেটো ডায়েট’ নয়, বরং প্রতিদিন কুমড়োর তরকারি খেয়ে! এরপর শুরু হল সিদ্ধুকে নিয়ে খুনসুটি—“অর্চনাজি আগে এত সাজতেন না। কিন্তু সিধুজি ফিরতেই নাকি নতুন হেয়ারস্টাইল, মেকআপ—সবই পালটে গেল।” এমন খোঁচায় ক্ষেপে গিয়ে বালিশ ছুড়ে দিলেন সিধু, আর ততক্ষণে স্টুডিও কেঁপে উঠেছে হাসিতে।আড্ডার ফাঁকে কাপিল জানালেন সিনেমার গান শুট করার অস্বস্তির কথা। “পরিচালক নির্দেশ দেয়, নায়িকার কাছে যাও, চুমু খেতে হবে। কিন্তু আলো ধরা লোকটার মুখের এক্সপ্রেশন তখন একেবারে বদলে যায়। সেটাই সবচেয়ে বড় অসুবিধা।” তাঁর এই পর্যবেক্ষণে হেসে খুন সবাই।

তবে এখানেই থামলেন না কাপিল। সিদ্ধুকে উদ্দেশ করে বললেন—“গান শুট করা যতটা কঠিন, তার থেকেও কঠিন সিধু পাজির টেবিলের নিচে হাত ধরা।” এই মন্তব্যে চমকে যান অর্চনা, তারপরেই হাসিতে ফেটে পড়েন। সিধুর ঠাট্টা—“অর্চনাজি, আপনি এমন হেসে যাচ্ছেন যেন কথাটা সত্যি!” পরে অবশ্য কপিল স্পষ্ট করে দেন—“সবই নিছক মজা, আমাকে টাকা দেওয়া হয় এগুলো করার জন্য।”

ঝাল-মশলাদার খাবারের প্রতি জাহ্নবীর ভালবাসা থেকে শুরু করে কাপিলের লাগাতার খুনসুটি—পুরো পর্বটাই যেন এক রোলার-কোস্টার। সিনেমা প্রচারের সঙ্গে সঙ্গে দর্শক উপহার পেলেন হাসি, ঠাট্টা আর মজার এক দুর্দান্ত সন্ধ্যা। নিঃসন্দেহে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর এপিসোডটি হয়ে রইল সিজনের অন্যতম বিনোদন ঠাসা মুহূর্ত।