সংবাদসংস্থা মুম্বই: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। ৫৩ বছর বয়সী সঞ্জয় বৃহস্পতিবার পোলো খেলছিলেন, সেই সময় একটি মৌমাছি তার মুখে কোনওভাবে ঢুকে পড়েছিল ৷ এরপরেই সঞ্জয়ের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয় ৷ তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসা ব্যবস্থা থাকলেও সাড়া দেননি এই ব্যবসায়ী। 

 

 

 

জানা যাচ্ছে, লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মৃতদেহ। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। আর সেই কারণেই দেশে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। যেহেতু ভারতের নাগরিকত্ব নেই, তাই সঞ্জয়ের মরদেহ দেশে আনার আগে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তাঁর পরিবারকে। আর সেইজন্যই শেষকৃত্য দেরি হতে পারে বলে খবর। সঞ্জয়ের বাবা তথা খ্যাতনামা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে দেশে আনার ব্যবস্থা করছেন। 

 

 

 

প্রসঙ্গত, ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। তাঁদের দু'টি সন্তান রয়েছে, সামাইরা ও কিয়ান। দশ বছর একসঙ্গে থাকার পর, কারিশমা ও সঞ্জয় আলাদা থাকতে শুরু করেন। ২০১৬ সালে এই দম্পতির আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়। প্রাক্তন স্বামীর শেষকৃত্যে দুই সন্তানকে নিয়ে করিশ্মা উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। কাপুর পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকার কথা।