বলিউডের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মানেই পলকা ডটস ড্রেস। এই ধরনের পোশাক পরে সামনে এসেছিলেন অনুষ্কা শর্মা থেকে কিয়ারা আদবানিও।‌ তাঁদের সন্তান আসার খবর প্রথমে এভাবেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তাই কোনও অভিনেত্রীকে পলকা ডটস ড্রেস পরতে দেখলেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে যায়। এমনটা ছড়িয়েছিল অভিনেত্রী ক্যাটরিনা কইফকে নিয়েও। তবে দু-তিন বছর কেটে গেলেও জল্পনার আর অবসান হয়নি। এবার আবারও চর্চায় উঠে এলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা।

 

 

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তারকা যুগলের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। এখন অবশ্য একে অন্যকে চোখে হারান তারকা দম্পতি।

 

সম্প্রতি ভিকি-ক্যাটরিনার ঘরে নতুন সদস্য আসার জল্পনা আবারও জোরদার হয়েছে। ক্যাটরিনা নাকি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এবং বছরের শেষ ভাগেই তারকা দম্পতি তাঁদের নতুন প্রজন্মকে স্বাগত জানাবেন। যদিও এখনও দম্পতির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

গত কয়েক মাস ধরে ক্যাটরিনাকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি। ছবির প্রচার বা বড় কোনও অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি থেকেই গুজব আরও বাড়তে থাকে। নেটপাড়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, অভিনেত্রী নাকি মাতৃত্বকালীন ছুটি নিতে প্রস্তুত হচ্ছেন এবং অক্টোবর-নভেম্বরের মধ্যেই সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী একটি পোস্টে তাঁদের ছবি ব্যবহার করে শিশুর আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

 

আরও পড়ুন: গোপনে চলছে জালিয়াতি! হঠাৎই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ করণ জোহর! কী কারণে তড়িঘড়ি আদালতে ছুটলেন তিনি?

 


ভিকি কৌশল কয়েক মাস আগে তাঁর নতুন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন। তখনই সাংবাদিকরা তাঁকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা নিয়ে প্রশ্ন করেন। ভিকি বেশ হাস্যরসের সুরেই বলেন, “এ সব খবরের কোনও ভিত্তি নেই। যখন এমন কিছু ঘটবে, আমরা নিজেরাই তা জানাব।” তিনি আরও যোগ করেন যে, ভক্তদের উচিত তাদের ব্যক্তিগত জীবনের চর্চা না করে বরং কাজের দিকে মনোযোগ দেওয়া। তার এই জবাব থেকেই স্পষ্ট, আপাতত তাঁরা গোপনীয়তা বজায় রাখতে চান।

 

 

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সেই বিয়ে ছিল স্বপ্নের মতো। বিয়ের পর থেকে দু'জনেই নিজ নিজ কেরিয়ারে ব্যস্ত থেকেছেন। ভিকি কৌশল একের পর এক ছবিতে অভিনয় করছেন, অন্যদিকে ক্যাটরিনাকে দর্শক শেষ দেখেছিলেন ‌‘মেরি ক্রিসমাস’-এ। কাজের পাশাপাশি তাঁরা ব্যক্তিগত জীবনও সমানভাবে উপভোগ করছেন।

 

তবে জুটির নতুন অধ্যায় শুরু খবরে অবশ্য অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই বলছেন, যদি সত্যিই ক্যাটরিনা ও ভিকি অভিভাবক হন, তবে তা বলিউড ইন্ডাস্ট্রির জন্যও খুশির খবর হবে। তবে একইসঙ্গে তাঁরা এটাও মানছেন যে, তারকাদের ব্যক্তিগত জীবনে বাড়তি হস্তক্ষেপ না করাই ভাল। ক্যাটরিনা বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করেন, আর ভিকিও এখন একই পথে হাঁটছেন।